আন্তর্জাতিকনিউজ

পৃথিবীর দিকেই ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, আগাম বার্তা দিয়ে কি জানালো NASA

Advertisement
Advertisement

ভয়ঙ্কর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যখন সারা পৃথিবীর মানুষ খাবি খাচ্ছে তখন আরো এক কি বিপদের আশঙ্কা চাগাড় দিচ্ছে!! আগেও একবার গ্রহাণু ধেয়ে আসার খবর শোনা গিয়েছিল সেই বিপদ কাটতে না কাটতেই বিজ্ঞানীরা জানিয়েছেন আবার পৃথিবীর খুব কাছে ধেয়ে আসতে চলেছে এক গ্রহাণু।

সম্প্রতি নাসার নর্থ আর্থ অবজেক্ট সেন্টার টেলিস্কোপ মারফত যা লক্ষ্য করেছে সেই তথ্য পেশ করেছে। জানা যাচ্ছে বোয়িং ৭৪৭ জেট বিমানের চেয়েও বড় এক গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ঘেঁষে বেরিয়ে যেতে চলেছে আগামী 7 ই অক্টোবর। এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে 2020 RK2. আপলো আস্টেরয়েড গোষ্ঠীর অন্তভুক্ত এই গ্রহাণু।

সংস্থা থেকে আরো জানা গেছে এই গ্রহাণু দু সেকেন্ডে 6.68 কিলোমিটার বেগে ধেয়ে এগিয়ে আসছে। যদিও গ্রহাণু নিরিখে এই গতি বেগ অতি শ্লথ। নাসা থেকে চিন্তামুক্ত করে জানানো হয়েছে যে এই গ্রহাণু থেকে পৃথিবীর বা পৃথিবীবাসীর কোন রকম বিপদের আশঙ্কা নেই।

এই গ্রহাণুটি সম্পর্কে পর্যবেক্ষণ করে বিস্তারিত তথ্য পেশ করেছেন নাসা। যেখান থেকে জানা যাচ্ছে এই গ্রহাণু ব্যাসের দিক থেকে ধরলে 36-81 মিটার আর প্রস্থের দিক থেকে 118-256 ফুট। বলা হচ্ছে পৃথিবী থেকে এর আনুমানিক দূরত্ব থাকবে 3827797.34 কিলোমিটার। গ্রহাণুর দিক থেকে বিচার করলে আয়তনে এটি ছোট তাই কোনোরকমে শঙ্কা থাকছে না।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles