টেক নিউজনিউজ

সস্তায় ধামাকাদার গাড়ি লঞ্চ করল Hyundai, রয়েছে যাত্রীদের সেফটির জন্য বিশেষ ফিচারস

Advertisement
Advertisement

এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি গাড়ির কথা বললে প্রথমেই আসে মারুতি কথা। তবে Hyundai ও কিন্তু পিছনে নেই। অত্যাধুনিক ফিচারস, সুরক্ষার দিক থেকে গ্রাহকদের আরো এক পছন্দের নাম হয়ে উঠেছে এই সংস্থা। এর একটি গাড়ি আছে যা ব্যাপক পছন্দ ভারতীয়দের। যেটি হলো Hyundai Creta, যার দাম শুরু হয় 10.87 লক্ষ টাকা থেকে।

তবে এবার আরও একটি চমক নিয়ে উপস্থিত হয়েছে এই সংস্থা। কোম্পানিটি তাদের সাব কম্প্যাক্ট এসইউভি venue ও venue N line গাড়ি দুটি স্মার্টসেন্স টেকনোলজি বা এডভান্সড driver assistant system সমেত হাজির করেছে। যেটি adas প্রযুক্তিযুক্ত সবথেকে সস্তার এসইউভি গাড়ির তকমা জিতে নিয়েছে। হুন্ডাইয়ের স্মার্টসেন্স টেকনোলজির আওতায় একাধিক অত্যাধুনিক সুরক্ষাজনিত ফিচার বর্তমান।

যেমন ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, লেন ডিপার্চার ওয়ার্নিং, ড্রাইভার অ্যাটেনশন ওয়ার্নিং, হাই বিম আসিস্ট ও লিভিং ভেহিকেল ডিপারচার অ্যালার্ট। দামের কথা বললে নতুন Hyundai Venue এর দাম শুরু হচ্ছে ১০.৩২ লাখ টাকা আর টপ এন্ড ভ্যারিয়েন্টের মূল্য ১৩.৩৩লাখ টাকা। আর Venue N line এর মূল্য ১১.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৩.৮৯ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে।

ইঞ্জিন- এতে একটি নতুন ১.০লিটার T-GDi petrol engine অফার করা হয়েছে যার সাথে যুক্ত রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।

এই দুই গাড়ি প্রসঙ্গে সংস্থার CEO জানান “গত আড়াই দশক ধরে হুন্ডাই গাড়ি শিল্পে ভারতীয় ক্রেতাদের নতুন অত্যাধুনিক অভিজ্ঞতা দিয়ে চলেছে। তবে অ্যাডার্স প্রযুক্তি দিতে পেরে আমরা গর্বিত।” এককথায় বর্তমানে দেশের সবথেকে সস্তার অ্যাডভান্স সেফটি টেকনোলজি গাড়ি হতে চলেছে Hyundai Venue ও Hyundai Venue Line.

Related Articles