হু হু করে কমছে সোনার দাম, লক্ষিবার দেশ জুড়ে সস্তা হল সোনালি ধাতু

বর্তমানে মধ্যবিত্তদের সোনায় সোহাগা। মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনালী ধাতুর দামের গ্রাফের সূচকে নামতে শুরু করেছে বেশ কয়েক মাস আগে থেকেই। এখনো বিগত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে ঘোরাফেরা করছে সোনার দাম। পয়লা ফেব্রুয়ারি কলকাতায় 24 ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল 50445 টাকা।
MCX এ সোনার দাম 0.1 শতাংশ 96 টাকার পতন হয়ে 46320 টাকা স্তরে দাম পৌঁছেছে। আর সোনার সঙ্গে সঙ্গী হয়েছে রূপোও। রুপোর দামও 0.34 শতাংশ কমেছে। অর্থাৎ এক কিলো রুপোতে 228 টাকা দাম কমে নতুন দাম হয়েছে 66405 টাকা।
8th April অর্থাৎ আজকে দেশের সব গুরুত্বপূর্ণ শহরের 24 ক্যারেট সোনার দামের দিকে নজর দেওয়া যাক। আজ কলকাতায় 10 গ্রাম সোনার দাম হয়েছে 47800 টাকা। দিল্লিতে 48880 টাকা। মুম্বাইয়ে 45 হাজার 350 টাকা আর চেন্নাইয়ে দাম হয়েছে 47280 টাকা।
বিশ্ববাজারেও সোনার দাম নিয়ে কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা সেখানেও সোনার দাম এর পতন অব্যাহত। বিশ্ব বাজারে সোনার দাম 0.3 শতাংশ কমে ডলার প্রতি এর দাম দাঁড়িয়েছে 1737.02 আউন্স। রুপোর দামেও 0.05 শতাংশ কমেছে আর প্রতিটি স্তরে পৌঁছেছে 25.11 ডলার।
দ্রুতগতিতে বিশ্বের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য সোনার লগ্নির দিকে যাওয়ায় চলতি বছর সোনার দাম প্রায় 8 শতাংশ কমেছে। আর এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সোনার দাম এর পতন অব্যাহত।