অফবিটনিউজ

Lord Ganesh: আশ্চর্য্য গণেশদেব! প্রণাম করলেই উঠে দাঁড়িয়ে আশীর্বাদ করছে

প্রণাম করলেই উঠে দাঁড়িয়ে আশীর্বাদ করছে গণেশদেব

Advertisement
Advertisement

দেব-দেবী দর্শন করতে গিয়ে আমরা সকলেই হাত তুলে প্রণাম করে থাকি। সুযোগ পেলে মূর্তি ছুঁয়ে প্রণামও করে থাকে। ঠাকুর বিসর্জনের সময় তো অনেকেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তবে কখনো শুনেছেন, কোনো মাটির তৈরি দেবতার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আর দেবতা উঠে আপনাকে আশীর্বাদ করছে। কি অবাক হচ্ছেন! অবাক হওয়ারই কথা। তবে এমনটা ঘটেছে, যেখানে গণেশের মূর্তিকে (Lord Ganesh) প্রণাম করলেই, উঠে দাঁড়িয়ে আশীর্বাদ করতে ভক্তদের।

প্রসঙ্গত উল্লেখ্য, গণেশ মূর্তির (Lord Ganesh) উঠে দাঁড়ানোর ঘটনায় একটি কথা মনে পড়ে যাচ্ছে। আজ থেকে প্রায় ২৭ বছর আগে দেশ জুড়ে গণেশ দুধ খাওয়ার ঘটনা নিয়ে ভালো হৈ হৈ শুরু হয়েছিল। তবে এবার গণেশ আর দুধ খাচ্ছে না, বরং সোজা উঠে দাঁড়াচ্ছে। এই ঘটনা ঘটেছে কলকাতার মানিকতলার ১৪ নং ওয়ার্ডে। যেখানে এক পুজো মণ্ডপে গণেশ মূর্তিকে ভক্তরা যেই প্রণাম করছে, ওমনি গণেশ উঠে দাঁড়িয়ে ভক্তের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে।

আসলে এটি গণেশ পুজোর থিম। মানিকতলার আমরা সবাই ক্লাব এ বছর তাদের গণেশ পুজোয় (Lord Ganesh) এমন চমক এনেছে। প্রতি বছরই এই ক্লাবে বড় করে গণেশ পুজো করা হয়। তবে এ বছরের গণেশ পুজো একটু অন্য রখম। এমন গণেশ অনেকেই আগে দেখেনি। সোশ্যাল মিডিয়াতে এই গণেশের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিও দেখার পর, এমন অবাক করা গণেশ মূর্তি দেখতে মণ্ডপে ভিড় জমাচ্ছে।

গত ১৯শে সেপ্টেম্বর গণেশ পুজো (Lord Ganesh) ছিল। তবে এখনো এই পান্ডেল ভিড় রীতিমতো ঠাসা। ভিডিও দেখে বহু মানুষ এখনো গণেশ ঠাকুর দেখতে আসছেন। দর্শনার্থীরা ক্লাব কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছে, এমন অভিনব উদ্যোগের জন্য। এক দর্শনার্থী জানিয়েছেন, “আমরা তো গোটা কাণ্ড দেখে অবাক। আগে থেকে জানতাম না। এখানে এসেই জানতে পারলাম। আমরা এসে ভক্তিভরে প্রণাম করলাম। পায়ে হাত দিতেই উনি উঠে দাঁড়ালেন, আশীর্বাদও করলেন”।

Related Articles