অফবিটনিউজ

General Knowledge: কোন জিনিস অর্ধেক ঢোকালে মেয়েরা ব্যথা অনুভব করে? জিনিয়াসরাই উত্তর দিতে পারবেন

কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর নিম্নে দেওয়া হলো!

Advertisement
Advertisement

ইন্টারভিউয়ে বসলে গলা শুকিয়ে যায়? বার বার চাকরির পরীক্ষায় বসেই ভালো ফল করতে পারছেন না? হতে পারে আপনার সাধারণ জ্ঞানের উপর দক্ষতা কম। বেশিরভাগ ইন্টারভিউয় ও চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) থেকে প্রচুর প্রশ্ন করা হয়। আজ আপনাদের সামনে এমনই কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে হাজির হয়েছি, যা এর আগে অনেক পরীক্ষায় বা ইন্টারভিউয়ে এসেছে।

১) রকেটের ক্ষেত্রে কোন ধরণের জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তরঃ রকেট উড়ানোর জন্য তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় (General Knowledge)।

২) একবার রক্ত শরীর থেকে বের হলে, সেই রক্ত পূরণ হতে কত সময় লাগে?
উত্তরঃ শরীরে রক্ত তৈরি হতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগে।

৩) মাইকেল জ্যাকসন সারাজীবনে কতগুলি পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ বিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসন মোট ৪২টি পুরস্কার পেয়েছিলেন (General Knowledge)।

৪) সাঁওতাল বিদ্রোহের দুই প্রধান নেতার নাম কী?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের প্রধান দুই নেতার নাম সিধু ও কানু।

৫) বলুন তো কোন জিনিস কাটলে বড় হয়?
উত্তরঃ পুকুর, যা কাটলে বড় হয়।

৬) পৃথিবীর ভূ-স্বর্গ বলা হয় কাকে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরকে পৃথিবীর ভূ-স্বর্গ বলা হয়।

৭) কোন জিনিস প্রথমে সবুজ, তারপর কালো, শেষে লাল হয়?
উত্তরঃ চা, গাছে থাকলে সবুজ, শুকনো হলে কালো এবং এ দিয়ে চা করলে রং লাল হয়।

৮) ভারতে সবুজ বিপ্লবের জনক কে?
উত্তরঃ এস.স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।

৯) নীলদর্পন নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন।

১০) কোন জিনিস অর্ধেক ঢোকালে মেয়েরা ব্যথা অনুভব করে?
উত্তরঃ হাতের বালা, অর্ধেকটা পড়িয়ে রেখে দিলে হাতে ব্যথা লাগে (General Knowledge)।

Related Articles