অফবিট

একেই বলে ভাগ্য, মাত্র ৩০ টাকা দিয়ে রাতারাতি কোটিপতি এক রাজমিস্ত্রি

শনিবার মাত্র ৩০ টাকা দিয়ে কালিপদ মাঝি নামের এক লটারি বিক্রেতার কাছ থেকে টিকিট কিনেছিলেন চায়না।

Advertisement
Advertisement

ভগবান কখন কার উপর সহায় হন কেউ জানে না। কিন্তু ভগবান যখন সহায় হন তখন ভিখারীও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। এবার ঠিক এরকমই একটা ঘটনা ঘটল। এক রাজমিস্ত্রি কিনা রাতারাতি কোটিপতি হয়েছে। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে। এবার আসল কথাটা খোলসা করে বলা যাক।

এক রাজমিস্ত্রি যার নাম চায়না বাগদি। সে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বিদ্যাসাগর মহাপাত্র পাড়ার বাসিন্দা। খুব দরিদ্র, দিন আনে দিন খায়। কষ্ট করেই জীবনযাপন করে। কিন্তু লটারি কাটা তাঁর চিরদিনের অভ্যাস। যদি ফেরে ভাগ্য। তাই অল্প হলেও লটারি তিনি কাটেন। এবার সত্যি ভাগ্য ফিরল। শনিবার মাত্র ৩০ টাকা দিয়ে কালিপদ মাঝি নামের এক লটারি বিক্রেতার কাছ থেকে টিকিট কিনেছিলেন চায়না। আর প্রতিদিনের মত টিকিট ও মেলাতে যান। তবে এর আগে কোনোদিনই কিছু মেলেনি। কিন্তু এবার টিকিট মেলাতে গিয়ে অবাক হন তিনি।

লক্ষীলাভ হয়েছে তাঁর। মাত্র ৩০ টাকাতেই কোটিপতি হয়েছেন তিনি। আর এই খবর খুব তাড়াতাড়ি সারা এলাকাতে ছড়িয়ে পড়ে। আর তাই তাঁর নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করেন মহকুমাশাসক অনুপকুমার দত্ত। ওই টিকিট বিক্রেতা কালীপদ মাঝি বলেছেন যে তিনি পাঁচ বছর ধরে টিকিট বিক্রি করছেন তবে এতো বড় অঙ্কের পুরস্কার এই প্রথম। আর চায়না বাগদি বলেছেন যে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতে হয়। খুব কষ্টে দিন চলে। প্রায়দিনই লটারির টিকিট কেনেন। তবে একসঙ্গে এতো টাকা পাবেন এমন আশা কোনোদিন করেননি তিনি।

Related Articles