অফবিটভাইরাল ভিডিও

সাপকে জালে ফেলে হত্যা করলো খুদে মাকড়শা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

লড়াই হবে সমানে সমানে তবেই না হার না মানা যুদ্ধ চলবে, এই যেমন সাপ- বেজি, সাপ-ঈগল এর মধ্যে। কিন্তু যদি হয় সাপ আর মাকড়সার মধ্যে হয়? এইটুকু ভেবেই ভুল করবেন না যে এক তুচ্ছ মাকড়সা সাথে আবার সাপের লড়াই!! এই মাকড়সা যে সে মাকড়সা নয়। দুই প্রতিপক্ষ ভীষণ ভয়ংকর। এক বিষধর সাপ আর অপরদিকে ব্লাক উইডো নামক স্পাইডার। পৃথিবীতে থাকা বিষধর মাকড়সার প্রজাতিদের মধ্যে অন্যতম। নিজের তৈরি জালে জড়িয়ে একটি সাপকে মেরে ফেলল এই ব্ল্যাক উইডো মাকড়সা। হ্যাঁ এই রকমই আশ্চর্যকর এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এই ভিডিও দেখে একইসাথে আতঙ্কিত ও হতবাক হয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ির চাকার গায়ে মাকড়শা জাল তৈরী করে রেখেছিল। সেই জালে আটকে পড়েছে একটি সাপ। আর আস্তে আস্তে মাকড়শাটি সাপটিকে মেরে ফেলছে। এই ভিডিওটি ট্যুইটার পোস্ট করা হয়েছে। 17 সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন।

একটি তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে এই মাকড়সা তার সামনে দুটি শুড়ের মাধ্যমে আলফা ল্যাট্রোটক্সিন নামক একটি জটিল বিষ দিয়ে শিকারকে হত্যা করে। এই ব্ল্যাক উইডো প্রজাতির মাকড়সার বিষ রাটলস্নেকের বিষের থেকেও প্রায় 15 গুণ বেশি শক্তিশালী। 1950 থেকে 1959 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে এই মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল 63 জনের।

পশু পাখি বা পতঙ্গ যাইহোক এদের লড়াইয়ের ভিডিও দেখতে সবার ভালোলাগে‌। আর তারপর যদি দুইপক্ষ হয় শিকারে সাবলীল আর তেমনি ক্ষিপ্ততা বৈশিষ্ট্যযুক্ত তাহলে তো একইসঙ্গে রোমাঞ্চ তৈরী করে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles