Advertisements

হাঁসফাঁস গরমে স্বস্তি দিতে চাই তুমুল বৃষ্টি, কি জানাল হাওয়া অফিস

Advertisements

গুমোট গরমে জেরবার জন জীবন তবে কলকাতার আকাশে দেখা নেই বৃষ্টির। আকাশ মেঘলা থাকার কারণে বাড়ছে অস্বস্তি। তবে কলকাতায় বৃষ্টির দেখা না মিললেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য হাওয়া অফিস জানালো স্বস্থির খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, জানাচ্ছে আবহাওয়ার ভবন। ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে শহরের সর্ব নিম্ন তাপমাত্রা। গতকাল শহরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ। আজ কলকাতার আকাশ আংশিক ভাবে থাকবে মেঘলা।

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও গত দু’দিন ধরেই বৃষ্টি চলছে দার্জিলিং এ। গত পরশু দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় হয়েছে শিলাবৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায়। এলাকা গুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া ভবন সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইবে।

Related Articles