কলকাতানিউজরাজ্য

গভীর নিম্নচাপের জের, ফের প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য

আজ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিস।

Advertisement
Advertisement

গত সপ্তাহে নিম্নচাপের জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহেও নিম্নচাপ থাকবে। এর সাথে আবার সক্রিয় আছে মৌসুমী বায়ু। এই দুইয়ের জেরে বৃষ্টি জারি থাকবে। ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে রাজ্যবাসী।

আজ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবারও বৃষ্টি হবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সেই মত বৃষ্টিও হয়েছিল। সোমবারের পর ফের আজ মঙ্গলবার বর্ষণমুখর দিন অপেক্ষা করে রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ওই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। এর দুইয়ের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে গতকাল নবান্নে সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি যে সমস্ত জেলায় প্লাবনের আশঙ্কা থাকে সেই সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ডিভিসি সহ অন্যান্যদের জল ছাড়ার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গে আগে আলোচনা করে করার কথা বলেছেন তিনি।

Related Articles