নদীয়া সংবাদনিউজরাজ্য

কার্তিক ঠাকুর নয়, পাড়ার মোড়ে মিলেছে শনি ঠাকুর, এলাকার সদস্যদের চেষ্টায় তৈরী হচ্ছে মন্দির

এলাকাবাসীদের বিশ্বাস করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রহরাজ স্বয়ং শনিদেব তাদের গ্রামে আবির্ভাব হয়েছে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- বিবাহিত দম্পতির পরিবারে সন্তান লাভের উদ্দেশ্যে কার্তিক ঠাকুর,গোপাল ঠাকুর ফেলার কথা সবারই জানা। কিন্তু শনি ঠাকুর! এলাকাবাসীদের বিশ্বাস করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রহরাজ স্বয়ং শনিদেব তাদের গ্রামে আবির্ভাব হয়েছে। তাই ভক্তিভরে তার মন্দির স্থাপন করে আজই পূজিত হবেন তিনি।

পাড়ার পঞ্চায়েত সদস্য, ক্লাব সভাপতি, এলাকার বয়স্ক মানুষ সকলেই নতুন মন্দির নির্মাণের ব্যস্ত। ক্ষুদেরা ব্যস্ত পথচলতি সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতার জন্য। পাড়ার মহিলারা প্রত্যেকটি বাড়ি থেকে দুটি করে ইঁট নিয়ে এলাকারই রাজমিস্ত্রিদের দিয়ে মন্দির প্রস্তুতির কাজ শুরু করেছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য লোকনাথ চক্রবর্তী জানান পথের পাশে তারাপদ দাসের জমিতে আজ খুব সকালে, সম্পূর্ণ নতুন শনি ঠাকুর দেখতে পান এলাকাবাসী, তাদের ইচ্ছা মতন এখানে মন্দির করায় কোন আপত্তি নেই জমির মালিক তারাপদ দাসের।

Related Articles