নিউজবিনোদন

OTT Platform Chorki: ওপার বাংলার চরকি পা রাখতে চলেছে এপার বাংলায়! বিস্তারিত খবর প্রতিবেদনে

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম 'চরকি' খুব শীঘ্রই লঞ্চ হবে পশ্চিমবঙ্গে

Advertisement
Advertisement

গত কয়েক বছরে ওটিটি বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সারা ভারত জুড়ে একাধিক ওটিটি প্লাটফর্ম রয়েছে যেমন হটস্টার, জিও টিভি, জি ফাইভ ইত্যাদি। পাশাপাশি বাংলাতেও রয়েছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই। এবার বাংলাদেশের এক জনপ্রিয় ওটিটি বাংলা তথা ভারতে লঞ্চ হতে চলেছে। বাংলাদেশের এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের নাম হলো ‘চরকি’ (OTT Platform Chorki)।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট এপার বাংলার মানুষ বেশ নিজের করে নিয়েছে। ভারতের মানুষ ওপার বাংলার চঞ্চল চৌধুরী, মোশারফ করিম কিংবা জয়া আহসানমনের মতো তারকাদের অভিনয় দেখতে বেশ পছন্দ করে। আর এই সূত্র ধরেই এবার পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে ‘চরকি’ (OTT Platform Chorki)। আজই অনুষ্ঠানিক ভাবে এই কথা ঘোষণা করেছেন ‘চরকি’-র চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার রেদওয়ান রনি

২০২১ সালে ঢাকা থেকে প্রথম যাত্রা শুরু করে চরকি (OTT Platform Chorki)। এরপর থেকে একাধিক ওয়েব সিজির প্রকাশ পেয়েছে চরকিতে। চরকির ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সুড়ঙ্গ’, ‘শাটিকাপ’, ‘সিন্ডিকেট’, ‘ঊনলৌকিক’ এবং ‘মাই শেলফ অ্যালেন স্বপন’ এর মতো সিজির গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলায়। দুই বাংলার শিল্পী ও পরিচালকদেরদের নিয়ে কাজ করতে চায় চরকি। তবে কী ধরনের কন্টেন্ট তৈরি হবে, তা এখনো স্পষ্ট হয়নি। রনি জানিয়েছেন, তাঁর কথায়, ‘‘সাধারণত আমরা বছরের শেষে কনটেন্ট ঘোষণা করি। আগে সব চূড়ান্ত হলে পুজোর পর কলকাতার কনটেন্ট ঘোষণা করার ইচ্ছা রয়েছে।’’

সূত্র মারফত জানা যাচ্ছে, চরকি (OTT Platform Chorki)-র পক্ষ থেকে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বার্তা চালানো হচ্ছে এ বিষয়ে। তবে এখনো এ বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলেননি রনি। শুধু পরিচালক নয় সূত্রের খবর বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও নাকি কথা চলছে। যদিও এপার বাংলায় এখন বাজার দখল করে রয়েছে হইচই। ফলত চরকি কতটা বাংলার মানুষের মনে জায়গা করে নিতে পারে তা দেখার।

Related Articles