দেশনিউজ

মোদীর ৭০ তম জন্মদিনে বিশেষ উদ্যোগ বিজেপির, ৭ দিনের ‘সেবা সপ্তাহে’ ৭ টি সেবামূলক কর্মসূচির আয়োজন

মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপি পালন করবে ''সেবা সপ্তাহ।"

Advertisement
Advertisement

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিবস। আর তাই মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপি পালন করবে ”সেবা সপ্তাহ।” আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেবা সপ্তাহ। আর চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। গোটা সপ্তাহ জুড়েই দেশের প্রতিটি প্রান্তে সেবামূলক কাজে যুক্ত হবেন বিজেপির কর্মীরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড় কোনও জমায়েত এড়াতে এই ‘সেবা সপ্তাহের’ পরিকল্পনা করা হয়েছে।

আর এই সেবা সপ্তাহের সমস্ত পরিকল্পনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, সাধারণ সম্পাদক অরুণ মিশ্র ইতিমধ্যেই সমস্ত রাজ্য সভাপতির কাছে সেবা সপ্তাহ পালনের নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন। এই সপ্তাহে সেবামূলক কাজ করা হবে। আর এইবছর প্রধানমন্ত্রী ৭০ বছর পূরণ করছেন, তাই এইবারের কর্মসূচির থিম-র নাম রাখা হয়েছে ‘সত্তর’। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সরকারের ৭০টি ভাল কাজের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও লিফলেট বিলি, পোস্টার এসবেরও ব্যবস্থা করতে বলা হয়েছে।

সেবা সপ্তাহে যে যে কর্মসূচীগুলি ঠিক করা হয়েছে, সেগুলি হল-

১) ৭০টি করোনা হাসপাতাল এবং গরিব কলোনিতে খাদ্য এবং ফল বিতরণ করা হবে।
২) দলের প্রতিটি মণ্ডলে ৭০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে বিশেষ সহযোগিতা করা হবে।
৩) প্রতি মন্ডলের ৭০ জন আংশিক দৃষ্টিহীনের জন্য চশমার ব্যবস্থা করা।
৪) বড় রাজ্যগুলিতে অন্তত ৭০টি করে রক্তদান শিবির করা হবে। আর ছোট রাজ্যে প্রতি জেলায় একটি করে রক্তদান শিবির।
৫) ৭০ জন করোনা রোগীর জন্য প্লাজমার ব্যবস্থা করা।
৬) প্রত্যেক জেলায় ৭০টি গ্রামে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত করা হবে।
৭) জেলায় ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে আলাদা করে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হবে।

Related Articles