দেশ

বেকার যুবকদের জন্য দুর্দান্ত প্রকল্প মোদী সকারের, আবেদন করলেই মিলবে ১ লক্ষ টাকা

Advertisement
Advertisement

PM Mitra Rojgar Yojana: বর্তমানে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে কর্মসংস্থানের অভাব দেখা যাওয়ায়, এর ফল ভুগতে হচ্ছে বহু শিক্ষিত যুবক যুবতীদেরও। তবে এবার সেই সব বেকার যুবকদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তার প্রবর্তিত প্রধানমন্ত্রী রোজগার যোজনার মাধ্যমে সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থান এর সুযোগ করে দিতে অর্থসাহায্য প্রদান করতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী মিত্র রোজগার যোজনা (PM Mitra Rojgar Yojana)।

PM Mitra Rojgar Yojana

প্রধানমন্ত্রী মিত্র রোজগার যোজনা (PM Mitra Rojgar Yojana)-র সুবিধা

নতুন এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের বেকার যুবকরা নিজের কোনো একটি কাজ শুরু করার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। ব্যাংক থেকে ঋণ নিলে তার সুদের পরিমাণ থাকবে সাধ্যের মধ্যেই। এই লোনের টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারা। আর যদি ধীরে ধীরে ব্যবসায় উন্নতি করা যায় তবে এর থেকে বেশ মোটা টাকা উপার্জন করা সম্ভব।

কারা প্রধানমন্ত্রী মিত্র রোজগার যোজনা (PM Mitra Rojgar Yojana)-য় আবেদন যোগ্য

এই প্রকল্পর সুবিধা উপভোগ করতে হলে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮-৪০ বছর এবং তাকে কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ভারতের যে কোনো স্থানে অন্তত ৩ বছর বাস করতে হবে এবং আগে কখনো লোন গ্রহণের জন্য নাম নথিভুক্ত থাকলে হবে না।

এই প্রকল্পের মাধ্যমে কিভাবে রোজগার করা সম্ভব?

এই প্রকল্পের সুবিধাভোগীদের সরকারের পক্ষ থেকে বিনা খরচে ১০-১৫ দিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটি থাকে সম্পূর্ন বিনামূল্যে। এরপরে প্রশিক্ষণের উপর ভিত্তি করে তারা জীবিকা নির্বাহ করতে পারেন।

আবেদন যোগ্যতা (PM Mitra Rojgar Yojana)

যেসব পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৪০ হাজার টাকা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। এই প্রকল্পের মাধ্যমে যে লোনের টাকা দেওয়া হবে তার মাধ্যমে মূলত তফসিলি জাতি (SC), উপ তফসিলি জাতি (ST), মহিলা এবং পিছিয়ে পড়া শ্রেণিতে থাকা (OBC) মানুষরা অত্যন্ত উপকৃত হবেন বলেই আশা করা যাচ্ছে।

PM Mitra Rojgar Yojana

প্রধানমন্ত্রী মিত্র রোজগার যোজনার (PM Mitra Rojgar Yojana) উদ্দেশ্য

প্রধানমন্ত্রী মিত্র রোজগার যোজনার প্রধান উদ্দেশ্য হলো কিছুটা অর্থ সাহায্য করে দেশের বেকারদের কর্মসংস্থান এর সুযোগ করে দেওয়া। যাতে তারা কিছুটা প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করে মাধ্যমে আয় করতে পারেন।

ঋণ গ্রহণ ও সুদের পরিমাণ

কেউ এর মাধ্যমে ২৫ হাজার টাকা ঋণ নিলে সুদের হার হবে ১২% আবার ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সুদের হার ১৫.৫%। তবে কেন্দ্রীয় সরকার সুবিধাভোগীদের ১০-২০% ভর্তুকি দেয়।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন নথিপত্র

এই প্রকল্পের জন্য আবেদন করতে আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র লাগবে। সেগুলি হল আধার কার্ড (Aadhaar Card) , ইনকাম সার্টিফিকেট (Income Certificate), কাস্ট সার্টিফিকেট (Caste Certificate), ব্যবসার বিবরণ, মোবাইল নম্বর (valid Mobile number) এবং পাসপোর্ট সাইজের ছবি (Recent passport size photograph)।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles