দেশনিউজ

হিউম্যান ট্রায়াল সফল হয়েছে ভারতের তৈরি করোনা ভ্যাকসিন, সুখবর দিল ICMR,

সম্প্রতি ভারতে তৈরি করোনা প্রতিষেধক Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সফল হয়েছে।

Advertisement
Advertisement

ভারতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই প্রায় রেকর্ড হারে করোনা সংক্রমণ হচ্ছে। যদিও দেশে করোনায় সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ, যা সাময়িক স্বস্তি দিচ্ছে। কিন্তু আক্রান্তের সংখ্যার বাড়বাড়ন্ত দেখে চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। তবে এবার ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR) একটি বিশেষ ঘোষণা করেছে। ICMR জানিয়েছে, পরিস্থিতির উপর বিচার-বিবেচনা করে হয়তো প্রত্যাশিত সময়ের অনেক আগেই ভারতে তৈরি করোনা প্রতিষেধক মিলতে পারে।

সম্প্রতি ভারতে তৈরি করোনা প্রতিষেধক Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সফল হয়েছে। ইতিমধ্যেই Covaxin-এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। দুটি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে বলে জানা গেছে। এছাড়া প্রথম পর্বের ট্রায়াল সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছে আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার (Zydus Cadila) তৈরি করোনার ডিএনএ টিকা (ZyCov-D)। বর্তমানে ভারতের তৈরী এই দুটি করোনা ভ্যাকসিন এখন দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল প্রায় শেষের পথে।

সংবাদ সংস্থা পিটিআই মারফত জানা গেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব জানিয়েছেন যে এমনিতে কোনও টিকার তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হতে ৬-৯ মাস সময় লাগে। তবে যদি সরকার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

Related Articles