নদীয়া সংবাদনিউজরাজ্য

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে নদীয়ার রানাঘাটের পুজো প্রস্তুতি

হাতে আর মাত্র অল্প কয়েক দিন বাকি!

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- আদৌ কিছু হবে কিনা ! সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিলো পুজো কমিটি গুলির  এই অনিশ্চয়তার কারণেই প্যান্ডেল প্রতিমা বা অন্যান্য আয়োজন সবটাই দেরি করে । হাতে আর মাত্র অল্প কয়েক দিন বাকি!

প্রকৃতিও নিষ্ঠুর খেলায় মেতেছে উৎসবের আঙ্গিনায়। প্যান্ডেল শিল্পী, প্রতিমা শিল্পীদের তাই কষ্ট করে হলেও চলছে যুদ্ধ করার প্রস্তুতি।এই বছর রানাঘাটের ব্রতী সংঘ ৭৫  বছরে পড়ছে এই বছর নানা পরিকল্পনা থাকলেও করোনা সংক্রমণের জন্য বাজেট কিছুটা কমিয়ে নানা সমাজ মূলক কাজ পাশাপাশি সরকারী নিয়ম মেনে মাস্ক, স্যানিটাইজার-এর ব্যবস্থা থাকছে l

যাতে প্রতিমা দর্শন করতে পারস্পরিক দূরত্ব মানা হয় তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে l তবে ৭৫ বছরের জন্য এই বছর কি থিম তা পরিস্কার করে বলা হচ্ছে না কারণ রানাঘাট এর মধ্যে তারা সেরা কিছু করতে চান করোনা সংক্রমণের মধ্যেও l

Related Articles