দেশনিউজ

কেন্দ্রের উদ‍্যোগে নয়া কর্মসংস্থান, বাজারে আসছে গোবরে তৈরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল রং

Advertisement
Advertisement

পরিবেশ দূষণের রোধে রং প্রস্তুত কোম্পানিগুলি আবার নতুন পদক্ষেপ নিল। গোবর থেকে তৈরি হল পরিবেশবান্ধব রং। নীতিন গড়কড়ির সহায়তায় খাদি গ্রামীণ শিল্প কমিশন বাজারে আনছে একটি বিশেষ রং, যেটির নাম দেওয়া হয়েছে ‘খাদি প্রাকৃতিক পেইন্ট’। রংটির প্রধান বৈশিষ্ট্য হল, এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল। এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কতৃক অনুমোদিত।

আপাতত ডিস্টেম্পার পেইন্ট এবং প্লাস্টিক ইমালশন পেইন্ট এই দুই ধরণের রং পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

যেহেতু এই রং-এ লেড, ক্রোমিয়াম, পারদ, ক্যাডমিয়াম সহ ভারী ধাতু গুলো নেই, এর ফলে কেন্দ্রীয় অনুমোদন পেতে সমস্যা হয় নি। আরও উল্লেখযোগ্য, এটির দামও সস্তা।

জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইন্সটিটিউটে এটি তৈরি হয়েছে। গড়কড়ির অফিস সূত্রে জানানো হয়েছে, একজন গো পালক বছরে প্রায় ৩০০০০ টাকা রোজগার করতে পারবেন। দিল্লীর সিরাম ইন্সটিটিউট, গাজিয়াবাদের ন্যাশনাল টেস্ট হাউজ, মুম্বইয়ের ন্যাশনাল টেস্ট হাউজ, প্রধানত এই তিনটি গবেষণাগারেই এটির গুণমান পরীক্ষা করা হয়েছে।

Related Articles