Advertisements

ধেয়ে আসছে কালবৈশাখী, রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Advertisements

গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে রাজ্যে, একপ্রকার জনজীবন গরমের দাপট অতিষ্ঠ হয়ে উঠেছে, তবে এবার আবহাওয়া দপ্তর এর তরফ থেকে রাজ্যবাসীর জন্য এলো স্বস্তির খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে শনিবার হতে পারে ঝড়-বৃষ্টি, রয়েছে কালবৈশাখির সম্ভাবনা এমনটাই পূর্বাভাস দিল হাওয়া ভবন।

কিছুদিন ধরেই তাপপ্রবাহ বেড়ে চলেছে, যা রীতিমতন অতিষ্ঠ করে তুলেছে রাজ্যবাসী কে। তবে এদিন আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো শনিবার দিন বেলা বাড়ার সাথে সাথে গরমের প্রভাব বাড়লেও বিকেলে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, দক্ষিণবঙ্গের এই সাত জেলাতে জারি হয়েছে ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ এর পূর্বাভাস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার আরও বাড়বে কালবৈশাখী সম্ভাবনা। বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

আগামী দুদিন অবশ্য উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে দার্জিলিং কালিম্পং এ শনিবার সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আন্দামানে অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। নিম্নচাপটি পরবর্তীতে উত্তর-উত্তর পূর্ব দিকে মায়ানমার উপকূলে পৌঁছাবে। এবং পরবর্তীতে দুর্বল হয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিবর্তন হবে। অবশ্য এই নিম্নচাপ এর সঙ্গে ঝড়ো হাওয়া থাকায় ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে আছে। শনিবার আন্দামান সমুদ্রসৈকতে জারি হয়েছে সতর্কবার্তা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে কাশ্মীরে ঢুকবে নতুন করে পশ্চিমী ঝঞ্জা। এর ফলে ফের উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া পরিবর্তন হবে। তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল, তেলেঙ্গানা, পুদুচেরি, সুরাট এবং গুজরাটের কিছু অংশে। রাজস্থানের কিছু অংশে সোমবার ধুলা ঝড়ের সম্ভাবনা।

Related Articles