টেক নিউজনিউজ

ঘুরে দাঁড়াবেই ভারতের অর্থনীতি, দেশবাসীর জন্য বিশাল সুখবর ঘোষণা করলেন মুকেশ আম্বানি

Advertisement
Advertisement

আর মাত্র কয়েকদিন পরেই একুশের নির্বাচন। বর্তমানে রাজনৈতিক দলগুলোর কড়া নজর নির্বাচনের দিকেই। ইতিমধ্যেই জোরকদমে রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। আটঘাট বেঁধে পথে নামছে দলগুলি। নির্বাচনের আগেই ফের নয়া চমক দিল জিও। আজ মঙ্গলবার চতুর্থ মোবাইল কংগ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ মঙ্গলবার থেকে ভারতে শুরু হল চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সবথেকে উল্লেখযোগ্য বিষয় ২০২১ সালেই ভারতে 5G সার্ভিস শুরু করতে চলেছে জিও। আজ এই বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। সঙ্গে এ-ও জানান তিনি যে, সম্পূর্ণ দেশি টেকনোলজি ব্যবহার করেই ২০২১ সালের সেকেন্ড হাফে ভারতে জিও-র 5G নেটওয়ার্ক চালু হয়ে যাবে। তবে, আজ থেকে আগামী তিন দিন ধরে চলবে এবারের মোবাইল কংগ্রেস।

প্রায় বিনামূল্যে ফোর-জি পরিষেবা এনে ইন্টারনেটে কার্যত বিপ্লব এনেছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ভারতে ফাইভ-জি নেটওয়ার্কের সূচনাও হতে পারে সেই জিয়ো-র হাত ধরেই। তবে, তিন দিনের এই ইভেন্টে দেশ এবং বিদেশ মিলিয়ে মোট ২১০ জন স্পিকার অংশ নেবেন। এমনকি এক্সিবিটরস থাকছেন প্রায় ১৫০ জন। ২০১৯ সালে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ভিজিটরের সংখ্যা ছিল প্রায় ৭৫০০০, এক্সিবিটর ছিলেন ৩৫০ জন, ৩৫০ জন স্পিকার্স।

এটা বলতেই হয় কয়েক দিন আগেই ভারতী-এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তল দাবি করেছিলেন, ভারতে ৫জি পরিষেবা আসতে আরও দু-তিন বছর সময় লাগবে। কিন্তু কার্যত সেই ধারণাকে নস্যাৎ করে মঙ্গলবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ঘোষণা করলেন আগামী বছরের মাঝামাঝিই দেশে ফাইভ-জি পরিষেবার সূচনা হবে।

এদিন মুকেশ অম্বানি জানান, বিশ্বের মধ্যে এখন সবচেয়ে ভাল ডিজিটাল পরিষেবা ভারতে। সেই বিপ্লব অব্যাহত রাখতে ফাইভ-জি পরিষেবার দিকে এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়, সেই পরিষেবা সর্বত্র এবং সস্তায় দিতে হবে। আমি আশ্বস্ত করছি, ২০২১-এর মাঝামাঝি এই ফাইভ-জি বিপ্লবেও ভারতে নেতৃত্ব দেবে। তার জন্য প্রযুক্তি, হার্ডওয়ার-সব কিছুই ভারতে তৈরি হবে। ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷ ভারতে প্রায় ৩০০ মিলিয়ন মোবাইল গ্রাহক এখনও ২জি যুগে আটকে রয়েছে। এই সুবিধা থেকে বঞ্চিত মানুষদের হাতে সাধ্যের মধ্যে দামে স্মার্টফোন তুলে দেওয়া প্রয়োজন তাহলে তাঁরাও সব সুবিধা পাবেন এবং ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন৷ ৫জি পরিষেবা যাতে সর্বত্র পাওয়া যায় এবং গ্রাহকদের সাধ্যের মধ্যে হয় ৷ সে বিষয়টা মাথায় রাখা প্রয়োজন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles