দেশনিউজ

৪ কোটি ৩৯ লক্ষ রেশন কার্ড বাতিল করল সরকার, আপনার কার্ড নেই তো? জেনে নিন

এই রেশন কার্ড বাতিলের কারণ হল-

Advertisement
Advertisement

রেশন কার্ড নিয়ে বড়সড় ঘোষণা। খাদ্য বিভাগ NFASA অনুযায়ী ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত দেশে প্রায় ৪.৩৯ কোটি রেশন কার্ড বাতিল করেছে। এই রেশন কার্ড বাতিলের কারণ হল- রেশন কার্ড ও সুবিধাভোগীদের ডেটাবেসের ডিজিটাইজেশন করানো, সেগুলি আধারের সঙ্গে লিঙ্ক, জাল রেশন কার্ড ধরা এই সমস্ত কিছুর জন্যই এই কার্ডগুলিকে বাতিল করা হয়েছে।

করোনা মহামারীর মধ্যেই কেন্দ্রীয় সরকার এক দেশ এক রেশন কার্ড পরিষেবা চালু করে দিয়েছে। দেশের সমস্ত রাজ্যগুলির সাথে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও এর সাথে অন্তর্ভুক্ত রয়েছে। আর এই সুবিধার মাধ্যমে এখন থেকে উপভোক্তারা অন্য রাজ্যেও রেশন নিতে পারবেন ৷ এর জন্য নতুন কার্ড তৈরির কোনো দরকার নেই৷

এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে, আপনার নাম কোনও ভাবে যদি লিস্ট থেকে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে যে রেশন কার্ডে নিজের নাম যুক্ত করতে চান সেটা, ছবি ও আধার কার্ড নিয়ে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও আপনি আপনার রেশন কার্ডে নতুন সদস্যের নামও যুক্ত করতে পারবেন৷ এই রেশন কার্ড পোর্টাবিলিটি অনেকটা মোবাইল নম্বর পোর্টাবিলিটির মতো কাজ করে থাকে৷

তাই একই ভাবে রেশন কার্ড পোর্টাবিলিটিতে রেশন কার্ড বদল করার প্রয়োজন পড়ে না। আপনি যদি আপনার কাজের জন্য অন্য রাজ্যে যান, সেখানে গিয়েও আপনি রেশন তুলতে পারবেন৷ এর জন্য আপনাকে নতুন কার্ড করানোর প্রয়োজন পড়বে না৷ অর্থাৎ আপনার পুরনো কার্ডেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন।

Related Articles