Advertisements

মধ্যবিত্তের জন্য বিশাল সুখবর, রেকর্ডের থেকে ১১ হাজার টাকা সস্তা হল সোনা

Advertisements

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে সোনালী ধাতুর ওপর বেশ কয়েকমাস ধরেই প্রভাব পড়েছে‌। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে সোনার হেরফের না ঘটলেও তার রেশ ধরে ভারতীয় বাজারে চাঙ্গা হয়নি সোনা। বরঞ্চ সোনালী ধাতু দামের গ্রাফ দেখলে বোঝা যাবে তা বেশ নিম্নমুখী। পদস্খলন হয়ে চলেছে সোনার আর এর সাথে সঙ্গী হয়েছে রূপোও। তবে এই কারনেই এই বিয়ের সিজনে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটে উঠেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে আবার দাম কমেছে সোনার। এমসিএক্স সূচকে 10 গ্রাম জুনগোল্ড ফিউচার্স এর দাম 0.14 শতাংশ কমে হয়েছে 45355 টাকা। আর এককেজি রুপোর দাম কমে হয়েছে 65070 টাকা।

পরিসংখ্যান অনুযায়ী 2018 সালের পর থেকে প্রথমবার কোনও ত্রৈমাসিকে পতনে সাক্ষী থাকল সোনা। গতবছরই অগস্টে 10 গ্রাম সোনা রেকর্ড ছুয়েছিল 56200 টাকা, মধ্যবিত্তদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কমতে থাকে সোনার দাম। চলতি বছরে প্রথম তিনমাসে হলুদ ধাতুর দাম পড়েছে 5000 টাকা। বিশেষজ্ঞদের বক্তব্য আপাতত এমসিএক্স সূচকে 10 গ্রাম সোনা 46150 টাকায় বাধা পাচ্ছে। আর সহায়তা পাচ্ছে 44100 টাকায়।

অপরদিকে বিশ্ব বাজারে সোনার দাম বর্তমানে স্থিতিশীল। সেখানে এক আউন্স স্পটগোল্ড এর দাম 1728.60 ডলার। এছাড়াও আমেরিকায় মার্চে সর্বাধিক কর্মস্থান তৈরি হয়েছে যার দরুন মূল্যবৃদ্ধির আশঙ্কাও দূর হয়েছে। আপাতত 2.25 ট্রিলিয়ন ডলারের পরিকাঠামোর লগ্নির প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিতরকের দিকে নজর রাখছে সোনার বিনিয়োগকারীরা।

Related Articles