নিউজবিনোদন

Paran Bandopadhyay: “জন্মদিন খায় না মাথায় দেয়”-বললেন পরান বন্দ্যোপাধ্যায়

নিজের জন্মদিন প্রসঙ্গে কী জানালেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়?

Advertisement
Advertisement

যাঁর অভিনয় মুগ্ধ করবে আপনার চোখ। ‘ভুতের ভবিষৎ’, ‘প্রলয়’, ‘আবার প্রলয়’, ‘টনিক’-এর মতো দুর্দান্ত ছবিতে যিনি নজর কারা অভিনয় করেছেন, তিনি আর কেউ নন চিরতরুণ পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। ৮৩ বছর বয়স হয়ে গেলেও আজও শক্ত পোক্ত তিনি। সমান ভাবে অভিনয় করে চলেছেন। আর আজ এই বর্ষীয়ান অভিনেতার জন্মদিন। আজকের এই বিশেষ দিন নিয়ে কী বললেন অভিনেতা? চলুন জানা যাক।

জন্ম বাংলাদেশের যশোর জেলায়। ৫ মাস বয়সেই মা কে হারিয়েছেন। তারপরই যশোর ছেড়ে কলকাতার দমদমে চলে আসেন ছোট্ট পরান (Paran Bandopadhyay)। তিনি এখানেই পিসির কাছে বড় হয়ে উঠেছেন। ছোট থেকে তিনি পিসিসকেই মা বলে ডেকেছেন। ছোট থেকেই দরিদ্র ছিল চির সঙ্গী। নিজের জন্মদিন প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘ছোটবেলায় জন্মদিন! উরিব্বাবা। তখন তো জানতামই না জন্মদিন খায় না মাথায় দেয়। স্কুলে যখন ভর্তি হতে দেরি হয়ে গেল, দাদা বছর ৩ কমিয়ে এই দিনটাই জন্মদিন হিসেবে লিখে দিল। তারপর থেকে সেটাই চলছে। কিন্তু আমি তো জানি এতে জল রয়েছে। ছোটবেলায় জানতামই না আমার জন্ম হয়েছে।’

অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) আরো জানিয়েছেন, ‘এখন আমার বাড়িতে দলের ছেলেরা আসে। কেক কাটা হয়। আমি বলি, এত বয়স্ক মানুষের আবার জন্মদিন। কখনোই জন্মদিন তেমনভাবে পালিত হয়নি আমার। তবে প্রতিবাদ করি না.. সবাই তো ভালবেসেই আসে। কেন জন্মদিন পালন করব না যদি পাল্টা প্রশ্ন আসে, সেই উত্তর আমার কাছে নেই। ওই দিনটাই সবাই আমার জন্মদিন ধরে নিয়েছে। নিক। মানুষের ভালবাসাটাই তো আসল।’

প্রসঙ্গত উল্লেখ্য, দেবের ‘প্রধান’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। আপাতত তিনি ছুটিতে রয়েছেন। তবে পুজো মিটলেই ‘প্রধান’ ছবির বাকি অংশের কাজ সেরে ফেলবেন বলে জানিয়েছেন তিনি।

Related Articles