দেশনিউজ

আত্মনির্ভরতার আরও একধাপ, বিশ্বের সবচেয়ে সস্তা করোনা কিট বানিয়ে নজির গড়ল ভারত

Advertisement
Advertisement

দিল্লি: অদৃশ্য ভাইরাস করোনা দমনে তৎপর দেশ। করোনা কাঁটায় যখন কাঁপছে সকলে, সেই সময় দেশবাসীর জন্য স্বস্তির খবর। আত্মনির্ভর ভারত।এবার করোনা দমনে কম দামের করোনা ভাইরাস পরীক্ষার কিট আনল আইআইটি দিল্লি। কেন্দ্রীয় মানসম্পদ ও উন্নয়ন মন্ত্রকের হাত ধরে বুধবার প্রকাশ্যে আসল সেই কিট।

এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে করোনা মোকাবিলায় এই নয়া কিট সামনে আনেন পোখরিয়াল। শুধু তাই নয় মুহূর্তটিকে এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন তিনি। বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে সেই কিট নিউটেক মেডিক্যাল নামে একটি সংস্থা বাজারে আনছে।

বুধবার এক অনুষ্ঠানে Corosure-এর ম্যানেজিং ডিরেক্টর যতীন গোয়েল জানান, করোনা মোকাবিলায় এক কিট আনা হয়েছে যা অন্যান্য দেশ থেকে যে কিট আনা হচ্ছে, তার তুলনায় অবশ্যই অনেক সস্তা। পুরো কিটের দাম পড়বে ৬৫০ টাকার মতো’।

এই প্রসঙ্গে আইআইটি দিল্লির অধিকর্তা ভি রামগোপাল রাও বলেন, ‘আইআইটি দিল্লির প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত কম দামে প্রতি মাসে ২০ লাখ পরীক্ষা করতে পারে নিউটেক মেডিক্যাল। ফলে, করোনা পরীক্ষার ধরন পালটে দিতে পারে। এটা গবেষণাগার থেকে বাজারে যাওয়ার প্রকৃত উদাহরণ’।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles