আন্তর্জাতিকনিউজ

আকাশ থেকে আসছে ৩ বিপদ! আগাম বার্তা নাসার বিজ্ঞানীদের

Advertisement
Advertisement

ফের এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। যখন গোটা বিশ্বে করোনা তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে। প্রাণ নিচ্ছে লাখ লাখ মানুষের। তখন নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, তিন বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর দিকে প্রবল বেগে ছুটে আসছে। এই উল্কাপিণ্ডগুলি পৃথিবীর খুব কাছ দিয়ে পেরোবে।

১) উল্কাপিণ্ড ২০০২ এনএন৪ এই নামক এই উল্কাপিণ্ডটির ১৩৫ মিটার চওড়া এবং ২৫০ মিটার লম্বা। এই উল্কাপিণ্ড টি ৭.৪৮ মিলিয়ন কিমি/ঘণ্টা বেগে পৃথিবীর দিকে ছুটে এসে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে। বিজ্ঞানীদের মতে, ‘৬ ই জুন ৩ টা বেজে ২০ মিনিটে এই উল্কাপিণ্ডটি এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কম হবে’।

২) উল্কাপিণ্ড ২০১৩ এক্সএ২২ এই উল্কাপিণ্ড টি ১৬০ মিটার দীর্ঘ এবং আকারে অনেকটাই ছোট। বিজ্ঞানীরা বলেছেন, ৮ জুন এই উল্কাপিণ্ড টি ৩ টা ৪০ এর পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে। গতিবেগ ২৪.০৫০ কিমি/ঘণ্টা।

৩) আর একটি উল্কাপিণ্ড হল উল্কাপিণ্ড ২০১০ এনওয়াই৬৫। এই উল্কাপিণ্ড টির গতিবেগ অনেকটাই বেশি। ঘণ্টায় ৪৬.৪০০। এছাড়া এই উল্কাপিন্ড টি ৩১০ মিটার দীর্ঘ। ২৪ শে জুন এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, ‘এই তিনটি উল্কাপিণ্ড পৃথিবীর বুকে ঢুকলেও পৃথিবীতে ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তাও তারা এই উল্কাপিণ্ডগুলির ওপর নজরদারি রাখবেন’।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles