আজ থেকে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক

Advertisement

দেশজুড়ে চলছে লকডাউন। ব্যাংক পরিষেবা চালু রাখা হলেও আগামী ৩ দিন অর্থাৎ আজ থেকে টানা চার দিন বন্ধ থাকছে ব্যাংক। আজ বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা, আগামীকাল শুক্রবার রবীন্দ্র জয়ন্তী, পরশুদিন মাসের দ্বিতীয় শনিবার এবং পরের দিন রবিবার। পর পর এই চার দিন বন্ধ থাকছে ব্যাংক। তবে খোলা থাকবে সমস্ত ATM, তবে টাকার পরিমাণ কেমন থাকবে সেটা বোঝা দায়। অপর দিকে পোস্ট অফিস বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার ও রবিবার জন্য। আগামীকাল ও পরশু দুইদিনই খোলা থাকবে ডাকঘর।

Advertisements

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এতদিন সমস্ত কিছু বন্ধ থাকলেও তৃতীয় দফায় লকডাউন শুরু হওয়ার সময়কাল থেকেই বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার। তবে ছাড়ের তালিকা তৈরি করা হয়েছে রাজ্য গুলিকে জোন হিসাবে ভাগ করে। রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রীন জোন। রাজ্যগুলিতে করোনার বর্তমান পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংক পরিষেবা চালু থাকলেও বিশেষ এই দিন গুলির জন্য বন্ধ থাকছে ব্যাংক।

Advertisements

Related Articles