লাইফস্টাইল

বিবাহবিচ্ছেদের পর স্ত্রীকে কি ভরণপোষণ দিতে হবে? স্বামী বেকার হলে কী হবে? আদালতের নতুন রায় জানুন

Advertisement
Advertisement

Divorce Alimony: একজন বিবাহিত দম্পতির (Married couple) একে অপরের প্রতি কর্তব্য, দায়িত্বের পাশাপাশি বাধ্যবাধকতা রয়েছে। তাদের সারা জীবন তাদের সঙ্গীদের শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সমর্থন করতে হবে। বিবাহের কোন অনিশ্চিত ঘটনায়, যেখানে অংশীদাররা পারস্পরিক বিবাহবিচ্ছেদ করতে চায়, তখন স্বামীর জন্য স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা অপরিহার্য।

Divorce Alimony

Alimony বা ভরণপোষণ কি?

অ্যালিমোনি (Alimony) ল্যাটিন শব্দ ‘অ্যালিমোনিয়া’ থেকে উদ্ভূত হয়েছে যা ভরণপোষণকে বোঝায়। ভরণপোষণকে রক্ষণাবেক্ষণ হিসাবেও উল্লেখ করা যেতে পারে। আদালতের আদেশে বিবাহবিচ্ছেদ বা বিচ্ছেদের পরে আর্থিক সহায়তা প্রদানের জন্য স্ত্রীর প্রতি একজন স্বামীর আইনগত বাধ্যবাধকতা হল ভরণপোষণ।

1. স্থায়ী ভরণপোষণ (Permanent Alimony)- নাম থেকেই বোঝা যায়, অংশীদারের মৃত্যু পর্যন্ত স্থায়ী ভরণপোষণ দেওয়া হয়, অর্থাৎ এটি অনন্তকাল চলতে থাকে। হিন্দু বিবাহ (Indian Marriage) আইনের Section 25 ধারা স্থায়ী ভরণপোষণের বিধান করে। নিম্নলিখিত দুটি শর্তের উপর ভিত্তি করে কেউ স্থায়ী ভরণপোষণের জন্য দাবি করতে পারে।

●যেসব ক্ষেত্রে স্ত্রীর বিয়ের আগে কাজ করার কোনো ট্র্যাক রেকর্ড নেই বা কাজ করার মতো কোনো দক্ষতা নেই, সেক্ষেত্রে এই ধরণের ভরণপোষণ দাবি করতে পারে।

●যদি অংশীদারদের মধ্যে কেউ শারীরিক অক্ষমতার কারণে নিজেদের ভরণপোষণ নিতে অক্ষম হন এবং নিজেকে সমর্থন করতে অক্ষম হন, তবে এই শর্তে ভরণপোষণ দাবি করতে পারেন।

Divorce Alimony

2. রিইম্বারসমেন্ট অ্যালমোনি (Reimbursement Alimony) – এই ধরনের ভরণপোষণে, পরিস্থিতির উপর নির্ভর করে ভরণপোষণের দায়িত্ব বন্টন করা হয়। সাধারনত, এক্ষেত্রে স্ত্রী বা সন্তানদের নিরীখে স্কুল, কলেজ, অন্যান্য কিছুর প্রয়োজন মেটানোর জন্য দেওয়া হয়।

3. লম্প-সাম অ্যালিমোনি (Lump-Sum Alimony)- লাম্প-সাম অ্যালিমোনি হল এককালীন অর্থপ্রদান যেখানে ভরণপোষণের পুরো অর্থ গণনা করা হয় এবং স্বামী/স্ত্রীর বিবাহ বা সম্পত্তির দ্বারা সংগৃহীত সম্পত্তির উপর ভিত্তি করে প্রদান করা হয়। স্ত্রীকে কোন পুনরাবৃত্ত অর্থ প্রদান করা হয় না। যদি কোনো স্বামী উপার্জনে অক্ষম হন, সেক্ষেত্রে তিনি তার স্ত্রীর কাছে দাবি জানাতে পারেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles