লাইফস্টাইল

ধনতেরাসের দিন ভুলেও কিনবেন না এই 7 জিনিস, নেমে আসতে পারে মহাবিপদ

Advertisement
Advertisement

Dhanteras 2023: ধনতেরাস আজকাল সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বেশ ধুমধাম করে পালিত হয়। এইদিন কুবের দেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয়। ধর্মে এইদিন সোনা-রূপোর জিনিস বা তামা-পিতলের বাসনপত্র কেনার উপদেশ দেওয়া হয়। অনেকেই সঠিক তথ্য না জানার কারণে ধনতেরাসের দিনে কিছু এমন জিনিস কিনে ফেলেন, যা পরিবারের জন্য ভালো নয়। কী কী ধনতেরাসের দিন কেনা যাবে না? নিম্নে আলোচনা করা হল।

ধনতেরাসে কী কী কেনা উচিত নয়? (Which shouldn’t be bought in Dhanteras?)

Vastu Tips

১. নকল সোনা: ধর্মে ধনতেরাসে সোনা ও রূপোর গয়না বা জিনিস কিনতে বলা হয়। অনেকেরই আর্থিক সামর্থ্য না থাকায় নকল সোনা কিনে ফেলেন। এই নকল সোনা কিনতে কঠোরভাবে মানা করা হয়েছে।

Vastu Tips

২. ঘি বা তেল: ঘি ও তেল পুজোর কাজে ব্যবহৃত হলেও তা ধনতেরাসের দিন কেনা যাবে না। খুব দরকার থাকলে ধনতেরাসের আগে কিনে নিতে হবে। কিন্তু ধনতেরাসে দিন না কেনাই ভালো।

Vastu Tips

৩. কাঁচের জিনিসপত্র: ধনতেরাসের দিনে কাঁচের কোনো জিনিস কেনা যাবে না। সেটা থালা-বাসন হোক, বা হোক ছোট ফ্রেম বা শো পিস, কোনোটাই কেনা যাবে না। কাঁচ ও রাহুর বিশেষ সংযোগ থাকার কারণেই এমনটা বলা হয়েছে।

Vastu Tips

৪. ফাঁকা কলসি: ফাঁকা হাঁড়ি বা কলসি কিনে বাড়িতে ঢোকানো যাবে না। কিনলে কোনো সমস্যা হবে না, কিন্তু বাড়িতে ঢোকানো নিয়েই সমস্যা। কেনার সময়ে ভর্তি কেনা সম্ভব নয়। তবে ধনতেরাসের দিন বাড়িতে প্রবেশ করার ঠিক আগে ফাঁকা হাঁড়ি-কলসিকে চাল-ডাল দিয়ে ভরে নিলে কোনো সমস্যা হবে না।

Vastu Tips

৫. ধারালো জিনিস: ছুরি বা বটি রান্নাঘরে ব্যবহৃত খুবই দরকারি জিনিস। দরকার থাকলে তো কিনতে হবেই। কিন্তু, যতটা সম্ভব এগুলো ধনতেরাসে না কেনাই ভালো। এমনকি সূঁচ বা কাঁচিও কিনতে মানা করা হয়েছে। ধনতেরাসে ধারালো জিনিস কেনার ঘটনাকে পরিবারের জন্য অশুভ বলা হয়েছে।

Vastu Tips

৬. স্টিল: ধনতেরাসের দিনে ভুলেও স্টিলের জিনিস কেনা যাবে না। অনেকেই না জেনে ধাতুর জিনিস বা বাসনপত্র কিনতে হবে, এই ভেবে স্টিলের জিনিস কিনে ফেলেন। জানিয়ে রাখি, এমনটা মোটেই করা যাবে না। তবে তামা বা পিতলের থালা-বাসন কেনা যেতে পারে।

Vastu Tips

৭. লোহা: সোনার অধিকর্তা হলেন দেবতা কুবের। তাঁকে ক্ষুদ্ধ না করতে চাইলে ধনতেরাসের দিন লোহার জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles