লাইফস্টাইল

বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধা শুভ না অশুভ ইঙ্গিত দেয়? অবশ্যই জেনে নিন

Advertisement
Advertisement

Vastu Tips: বহু এলাকাতেই স্থানীয় বাসিন্দাদের ঘুম ভাঙে পাখির (Bird) কিচিরমিচির শুনে। লোকালয়ে বাস করা পাখির সংখ্যা কম নয়। বেশ কিছু পাখি তো আবার বাড়ির ভেতরেই প্রবেশ করে ফেলে। কোনো পাখি বাড়ির ভেতরে একবার ঘুরে বাইরে চলে যায়, তো কেউ আবার বাড়ির মধ্যে বাসা বেঁধে থেকে যায়।

Vastu Tips

অনেকেই পাখির বাসা বাড়িতে রেখে দেন। আবার অনেকেই পাখির বাসা তুলে ফেলে দেন। এই বিষয়ে লেখা আছে বাস্তুশাস্ত্রেও। বাস্তুমতে, কিছু পাখির বাসা যেমন দেখলেই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করা উচিত। তেমনই কিছু পাখির বাসা আবার বাড়িতে রেখে দেওয়া উচিত। একটি বিশেষ পাখি আছে যা বাড়িতে এলে সৌভাগ্য বয়ে আনে বাড়ির জন্য। এখানে আলোচনা করা হচ্ছে ঘুঘু পাখিকে নিয়ে। চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে কী হয়? (Dove Bird Vastu Tips)।

What happens if Dove Bird stays in home as per vastu? (Vastu Tips)

১. বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা বাড়ির জন্য ইতিবাচক বার্তা বহন করে আনে। এইজন্য বাড়িতে যদি কখনও ঘুঘু পাখির বাসা দেখেন তা ভাঙতে যাবেন না। যেমন অবস্থায় আছে, তেমন রেখে দেবেন।
২. বাড়িতে ঘুঘুর উপস্থিতি বাড়ির জন্য সৌভাগ্য ডেকে আনে। বাড়ির সদস্যদের জীবন আনন্দে ভরে ওঠে এবং সমৃদ্ধির দেখা মেলে।
৩. কিছু বাস্তুবিদ যদিও বাড়িতে ঘুঘু পাখির আসাকে দুর্যোগের বার্তা বয়ে আনার ঘটনা বলে চিহ্নিত করেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles