লাইফস্টাইল

Jio গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! মাত্র ১০১ টাকার রিচার্জে পাবেন আরো বেশি সুবিধা

Advertisement
Advertisement

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া প্রকাশিত রিপোর্টে একটি তথ্য জানা গিয়েছিল 2019 সালের অক্টোবর মাসে মোট 91 লক্ষ নতুন গ্রাহক নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন ।কিন্তু তারপর 2019 এর ডিসেম্বরের প্রথম দিক থেকেই মোটা অংকের বেড়ে গেছিল রিচার্জ খরচ আর যার কারণে পুরনো নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে হতে হয়েছে সাধারন জনতাকে ।অন্য নেটওয়ার্কে ফোন করতে অতিরিক্ত খরচ যুক্ত হয়েছে অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে অতিরিক্ত 6 পয়সা কাটা হচ্ছে। তবে এগুলোর জিও গ্রাহক সংখ্যার ওপর কোন রকম প্রভাব পড়েনি।

সম্প্রতি খুশির খবর দিয়েছে জিও।প্রিপেড ভাউচারের অতিরিক্ত ডাটা দিতে শুরু করেছে জি।ও একই সাথে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে অতিরিক্ত টকটাইম ।সম্প্রতি প্রিপেইড গ্রাহকদের জন্য পাঁচটি ভাউচারের অতিরিক্ত সুবিধা দিতে শুরু করেছে মুকেশ আম্বানি কম্পানি। নিজের plan Data বা টক টাইম শেষ হলে 11 টাকা থেকে 101 টাকা দামের এই ভাউচারগুলি রিচার্জ করে পরিষেবা বার করা যাবে।

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 11 টাকা রিচার্জে 800mb data ও অন্য Network এ call করার জন্য 75mint টকটাইম পাওয়া যাবে।আগে এই plan এর সঙ্গে 400 mb data পাওয়া যেত। আবার 21 টাকা রিচার্জে 2gb Data ও অন্য network এ call করার জন্য 200mint talktime পাওয়া যাবে।

একইভাবে 511 টাকা রিচার্জে যেখানে আগে থ্রি জিবি ডাটা পাওয়া যেত সেখানে 6 জিবি ডাটা ও অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য 500 মিনিট টকটাইম পাওয়া যাবে । আর 101 টাকা রিচার্জে 12 জিবি ডাটা ও অন্য নেটওয়ার্কে কল করার জন্য হাজার মিনিট টকটাইম পাওয়া যাবে। যেখানে আগে 6 জিবি ডাটা পাওয়া যেত।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles