অর্থনীতিনিউজ

এসে গেল LIC-র ধামাকাদার পলিসি, এবার মাত্র ১৬০ টাকা করে জমিয়ে পাবেন ২৩ লক্ষ টাকা

Advertisement
Advertisement

ইনস্যুরেন্সের ক্ষেত্রে ভারতে সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম ভারতীয় জীবন বিমা নিগম। এবার এলাআইসি বছর শেষে হাজির ‘বাম্পার’ প্ল্যান নিয়ে। গ্রাহকদের জন্য নতুন সুখবর। করোনা প্রভাব ফেলেছে অর্থনীতিতেও। দেউলিয়া হয়েছে একাধিক ব্যাংক। আবার ব্যবসা বন্ধও হয়েছে একাধিক সংস্থার। এই অবস্থায় গ্রাহকদের অর্থনৈতিক সুরক্ষার কথা মাথায় রেখে ঘোষণা করলো এলআইসি। এই স্কিমে যেমন অর্থনৈতিক সুরক্ষা থাকবে, তেমনই থাকবে আকর্ষণীয় সুদের হারও। মেয়াদ শেষে ফেরত পাবেন ২৩ লক্ষ টাকা, তাও প্রতিদিন মাত্র ১৬০ টাকা প্রিমিয়াম দিয়ে।

ভারতীয় জীবন বিমা নিগম গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন সময় একাধিক পলিসি নিয়ে হাজির হয়। লক্ষাধিক মানুষ এইসব প্ল্যানের মাধ্যমে উপকৃত। ভবিষ্যতের সুরক্ষা মাথায় রেখে সকলেই বিভিন্ন পলিসি করিয়ে রাখেন। সেখানে এবার হাজির নতুন অপশন। এই করোনা মোকাবিলা কালে সরকারি বিভিন্ন ব্যাংক ও প্রকল্পে সুদের হার কমে গেছে। এই সময় যদি বিনিয়োগের পরিকল্পনা থেকে থাকে সেক্ষেত্রে অন্যতম সুবিধের অপশন এলআইসি।

এলআইসিতে বিনিয়োগ কেন? গ্রাহকদের জন্য এলআইসির এই জীবন বিমা পলিসি অন্যতম গুরুত্বপূর্ণ। বিশেষত অবসরের কথা মাথায় রেখে এই ভরসাযোগ্য ইনস্যুরেন্স সংস্থা এই দারুণ সুবিধা নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। পাশাপাশি ভালো লাভ করতে পারবেন সুরক্ষিত থাকবে আমানত।

এলআইসি-র এই মানি ব্যাক প্ল্যানে ২০ বছর ও ২৫ বছর এই দুই ধরনের ম্যাচিউরিটি অপশন রয়েছে। প্রতিদিন ১৬০ টাকা করে ২৫ বছর টাকা জমালে পলিসি রিটার্নে পাওয়া যাবে ২৩ লক্ষ টাকা। এলআইসির এই পলিসিতে বিনিয়োগকারী প্রতি ৫ বছরে ১৫ থেকে ২০ শতাংশ টাকা ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে এটি সম্পূর্ণ আয়কর মুক্ত।

Related Articles