অর্থনীতি

এবার গ্যাস সিলিন্ডারের সঙ্গে মিলবে চাল, ডাল, তেল, বড় ঘোষণা সরকারের

Advertisement
Advertisement

LPG Cylinder: ঘাড়ে করে বাড়ির জিনিসপত্র, আটা-মধু বয়ে দিয়ে যাবে সিলিন্ডার ডেলিভারি ম্যানরা! অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও, এমনটাই ঘটতে চলেছে আগামী দিনে। রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলোর সিদ্ধান্তে বাড়িতে সিলিন্ডার ডেলিভারি ম্যানরা পণ্য দিতে এলে যেন অবাক হবেন না। কীভাবে সম্ভব? কোন কোন সংস্থার কাছে এই পরিষেবা পাওয়া যাবে? বিস্তারে জানতে হলে পড়ুন এই প্রতিবেদন।

LPG Cylinder

গ্যাস সিলিন্ডারের সঙ্গে অন্যান্য পণ্য সরবরাহ পরিষেবার উদ্দেশ্য (Purpose of Others goods delivery service by LPG Cylinder Delivery Man)

জানা গেছে, এই বিষয়ে ইতিমধ্যে ডাবর, আইটিসি প্রভৃতির কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলো। যে সমস্ত সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বা হবে, শুধুমাত্র সেই সমস্ত সংস্থাগুলির পণ্যই ডেলিভারি ম্যানরা বিক্রি করবে। রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলোর দাবি, এই চুক্তি ও পরিষেবার দৌলতে ডিস্ট্রিবিউটর, ডিলার ও গ্রাহক সবাই লাভের মুখ দেখবে। সংস্থাগুলোর তরফে ডিস্ট্রিবিউটর, ডিলার ও ডেলিভারি ম্যানদের অতিরিক্ত আয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

Viral Video
ঝুমুর গানের তালে অসাধারণ নৃত্য করে তাক লাগালেন ৫ যুবতী, মুহূর্তে ভাইরাল ভিডিও

ডিলার ও ডেলিভারি ম্যানদের প্রতিক্রিয়া (Dealer and Delivery Man’s reaction)

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলোর সিদ্ধান্তে নাখুশ ডিলার ও ডেলিভারি ম্যানরা। এই প্রসঙ্গে কলকাতার এক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার ডিলারের বক্তব্য, “তেল সংস্থার চুক্তি দ্বারা ডিলার বা ডেলিভারি ম্যানরা কোনোভাবেই উপকৃত হবেন না, এতে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলোই আর্থিক লাভের মুখ দেখবেন”।

LPG Cylinder

একই সুরে শোনা যায় অপর এক রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিলারের মুখেও। তাঁর দাবি, “উল্লিখিত জিনিসগুলো খোলা বাজারে আরও সস্তায় কিনে থাকেন গ্রাহকরা। আমাদের পক্ষে কোনোভাবেই জিনিসগুলো বাজারের থেকে কম দামে দেওয়া যাবে না। প্যাকেটে থাকা এমআরপি অনুযায়ীই আমরা জিনিস বিক্রি করবো। বহু দোকানদারই এমআরএপি-এর থেকে কম দামে জিনিস বিক্রি করেন। কেনার খরচ, ডেলিভারি ম্যানদের কমিশন যোগ করে যে দাম দাঁড়াবে সেটা বাজারের থেকে বেশি হয়ে যাবে। এই অবস্থায় প্রশ্ন গ্রাহকরা আমাদের কাছ থেকে জিনিস কিনবে কেন?” এছাড়াও, গ্যাস সিলিন্ডারের পাশাপাশি অন্য পণ্য বয়ে নিয়ে গিয়ে বিক্রি করার কাজও সমস্যা হতে পারে বলে দাবি করেছেন অনেকে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles