অর্থনীতিনিউজ

কেন্দ্র সরকারের এই প্রকল্পে একদম ফ্রি ২ লাখ টাকার বিমা, পাবেন ৩০ হাজার টাকা লাইফ কভার

জনধন যোজনায় খোলা অ্যাকাউন্টে গত কয়েক বছরে ১.৩০ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। এছাড়া এখন অবধি জনধন অ্যাকাউন্ট খোলা গ্রাহকের সংখ্যা ৪০ কোটি পেরিয়েছে।

Advertisement
Advertisement

নরেন্দ্র মোদীর সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের সুবিধার জন্য একাধিক প্রকল্প এনেছে। তার মধ্যে অন্যতম হল জনধন যোজনা। এই যোজনায় সাধারণ মানুষ বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধার পাশাপাশি পাবে বীমার সুবিধা। সম্প্রতি অর্থ মন্ত্রকের ডিএফএস বিভাগের তরফে জানানো হয়েছিল, জনধন যোজনায় খোলা অ্যাকাউন্টে গত কয়েক বছরে ১.৩০ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। এছাড়া এখন অবধি জনধন অ্যাকাউন্ট খোলা গ্রাহকের সংখ্যা ৪০ কোটি পেরিয়েছে।

জনধন যোজনায় নতুন অ্যাকাউন্টে খোলার জন্য নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। অ্যাকাউন্ট খোলার আবেদনের জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে। ফর্মের সাথে নিজের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ব্যাংকের ব্রাঞ্চের নাম, নমিনি, বার্ষিক আয়, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, ভিলেজ কার্ড বা টাউন কার্ড সহ অনেক তথ্য জমা দিতে হবে। আর আপনি যদি আপনর অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে।

জনধন যোজনায় অ্যাকাউন্ট হোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে থাকেন। কি কি সুবিধা পান এই যোজনায় অ্যাকাউন্ট খুললে একনজরে দেখে নিন:-

১)জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগেনা অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে খোলা যায়, এছাড়া এই অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখাও বাধ্যতামূলক নয়।

২) অ্যাকাউন্ট যখন ৬ মাস হয়ে যাবে তারপরই অ্যাকাউন্ট হোল্ডার পাবে ওভারড্রাফ্টের সুবিধা।

৩) দূর্ঘটনার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা পাবার পাশাপাশি ৩০ হাজার টাকা পর্যন্ত লাইফ কভারও পাবে এই যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট হোল্ডাররা।

৪) সবথেকে দারুন ব্যাপার হল এই অ্যাকাউন্টের সাথে ফ্রি মোবাইল ব্যাংকিং পরিষেবাও মিলবে।

৫) দেশের যে কোনো স্থানে টাকা ট্রান্সফার করা যাবে, কোনো সমস্যা ছাড়াই। অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট হোল্ডারদের রূপে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে টাকা তোলা থেকে শুরু করে ডিজিটাল পেমেন্টস সমস্ত কিছুই করতে পারবে গ্রাহকরা।

Related Articles