অর্থনীতি

টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বড়সড় বদল আনল RBI, জেনে নিন নতুন নিয়ম

এবার থেকে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের চেক জমা পড়লেই পজিটিভ পে সিস্টেম-এর মাধ্যমে ব্যাঙ্ক আগে বিভিন্ন তথ্য যাচাই করবে বলে জানিয়েছে আরবিআই।

Advertisement
Advertisement

টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বড় বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে চেকের মাধ্যমে আর্থিক লেনদেনে জালিয়াতি বন্ধ করার জন্যই এই নতুন নিয়ম চালু করল আরবিআই। এই নতুন নিয়ম চালু হবে ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে। এবার থেকে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের চেক জমা পড়লেই পজিটিভ পে সিস্টেম-এর মাধ্যমে ব্যাঙ্ক আগে বিভিন্ন তথ্য যাচাই করবে বলে জানিয়েছে আরবিআই। এবার থেকে ব্যাংকের গ্রাহকদের একাধিক তথ্য যাচাই করা হবে।

এখন থেকে শুধু সই মেলানোর ওপরই টাকার লেনদেন নির্ভর করবে না। সূত্রের খবর অনুযায়ী, পাঁচ লক্ষ বা তার বেশি টাকার চেক হলে পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং -এসবের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করার পর তারপরই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আর আগের মত চেক জমা পড়লেই টাকা তোলা যাবে না।

আর যদি চেক ভাঙানোর ক্ষেত্রে কোনো গরমিল ধরা পরে, তাহলে সংশ্লিষ্ট দুই ব্যাঙ্ক ব্যবস্থা নেবে। নিয়মের জন্য ব্যাঙ্কের তরফে গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম সম্পর্কে ওয়াকিবহাল করা হবে। এসএমএস পাঠিয়ে ব্যাঙ্ক এই নতুন নিয়ম চালুর ব্যাপারে গ্রাহকদের তথ্য জানাবে। এছাড়া ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে লিখিত আকারে থাকবে পজিটিভ পে সিস্টেম-এর সমস্ত নিয়মাবলী। সুতরাং গ্রাহকদের যাতে কোনো অসুবিধা না হয়, তার সমস্ত ব্যবস্থা করযে আরবিআই।

Related Articles