বিনোদন

অভিশপ্ত ২০২০-তে প্রয়াত হলেন যে সকল জনপ্রিয় তারকা

Advertisement
Advertisement

2020 টাই যেনো বিশে বিষ। বছরের শুরু থেকেই মহামারির জ্বরে কাবু হয়েছে মানুষ। চলমান জীবনে যেন স্থগিতাদেশ ছিল। করোনার জন্য প্রচুর মানুষ মারা গেছেন। আর তার সাথেই এই বছর আমরা প্রচুর প্রতিভাবান শিল্পীকে হারিয়েছি যারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরেছিলেন। যারা মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। বলিউড জগতে যে নক্ষত্রপতন ঘটেছে এই বছর যে শূন্যতা তৈরী হয়েছে এই বছর সেই মানুষদের কথায় বলবো।

2018 থেকে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এক প্রতিভাবান অভিনেতা ইরফান খান। কিন্তু সেই সফর হঠাৎ করেই থেমে যায় 29th April. মাত্র 53 বছর বয়সে কোলন সংক্রমণের কারনে তার মৃত্যু হয়।

ক্যানসারের কারনে এই বছর আরো একজন কে হারাতে হয়েছে তিনি কিংবদন্তী ঋষি কাপুর। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি, হাসপাতালের শেষ সময় মৃত্যুর সাথে রীতিমতো পাঞ্জা লড়েছিলেন। কিন্তু, সেই যুদ্ধ শেষ হয়ে যায় 30 এপ্রিল। এদিন তিনি মৃত্যুবরন করেন। কাপুরের অকাল মৃত্যু শোক এখনো কাটাতে পারেনি বলিউড।

সাজিদ ওয়াজিদ জুটির অন্যতম সংগীত পরিচালক ওয়াজিদ খান করোনার আগ্রাসনে জীবন হারান। মাত্র 42 বছর বয়সে মৃত্যু হয় তার।

যার নাচের ছন্দে মুগ্ধ হয়েছে সকলে ধাক ধাক কারনে লাগা বা চলি কে পিছে কেয়া হে এই গানের ঠুমকা তিনি শিখিয়েছিলেন যিনি সেই কিংবদন্তি নৃত্যশিল্পী সরোজ খান মৃত্যুর কোলে ঢলে পড়ে 3 জুলাই।

দেশবাসীকে চমকে দিয়ে এক লহমায় যিনি ছেড়ে চলে গেছেন আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি হলেন সুশান্ত সিং রাজপুত। যার মৃত্যুতে প্রতিবাদের ঝড় আজও থামেনি। 14 জুন বলিউডের এই গুনী রত্নকে হারিয়েছিলাম আমরা।

এছাড়াও পাতাললোক অভিনেতা আসিফ বাসরা, মেহন্দি অভিনেতা ফরজ খান অনেককে হারিয়েছি আমরা। যাদের শূন্যস্থান কখনো পূরন হওয়ার নয়। তবে তারা নিজের কাজ দিয়ে আমাদের মনে অমর হয়ে রয়ে যাবেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles