Advertisements

গ্রাম্য রাস্তায় বলিউড ‘Super Hit’ গানে অসাধারন নাচ যুবতীর, নাচ দেখে মুগ্ধ মাধুরী দীক্ষিত

Advertisements

সব সময় সমস্ত প্রতিভাবান ব্যক্তিদের রিয়েলিটি শো এ অংশগ্রহন করার সামর্থ্য বা সুযোগ ঘটে না। কিন্তু তারাও নামী শিল্পীদের থেকে কোনো অংশে কম যান না। আমাদের চারপাশে দেশের বিভিন্ন প্রান্তে এরকম অনেক প্রতিভা রয়েছে যাদের প্রতিভা আড়ালে থেকে যায়। কিন্তু সেই সকল প্রতিভাবান মানুষদের জনসমক্ষে আনার জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম একটি অন্যতম মাধ্যম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ যে কত জনপ্রিয়তা পেতে পারে তার অনন্য উদাহরন চাদমনি হেমব্রত বা রানু মন্ডল।

সম্প্রতি এক যুবতীর নাচের প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখলেই বোঝা যাবে এটি প্রত্যন্ত কোন এক গ্রামের। ভিডিওতে দেখা যাচ্ছে চাষের জমি পাশে এক ‌মেয়ে নাচ করছে। নাচে তার তথাকথিত প্রশিক্ষণ আছে কি না তা না জানা গেলেও তার অনবদ্য পারফর্মম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।

তার নাচ এর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া দ্বারা এতটাই প্রসারিত হয়েছে যে তা নজরে এসেছে বলিউডের ড্যান্স কুইন মাধুরী দীক্ষিতের। মেয়েটি এতটাই সুন্দর নেচেছে যা দেখে মুগ্ধ হয়েছেন মাধুরী দীক্ষিতও। নিজের টুইটারে এই যুবতীর নাচের ভিডিওটি শেয়ারও করেছেন।

ভিডিওটি শেয়ার করে মাধুরী দীক্ষিত লিখেছেন লাজবাব, বাহ! দারুন চমৎকার। অনেক ট্যালেন্ট হয়েছে যেটা এখনও আমাদের খুঁজে পাওয়া বাকি। অর্থাৎৎ অভিনেত্রী বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশে এমন অনেক প্রতিভা রয়েছে যা আমাদের জানার বাইরে।

Related Articles