করোনা আক্রান্ত শুভশ্রীকে নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি, অবশেষে মুখ খুললেন রাজ ঘরনি

কিছুদিন আগে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর করোনা আক্রান্ত হওয়ার সংবাদ মেলে, অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন নিজের করোনা পজিটিভ হওয়ার খবর। আর এরপরই ছড়াতে থাকে ভুয়া খবর। হাসপাতালে ভর্তি হয়েছেন শুভশ্রী এমনই এক ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। আর এরপর অভিনেত্রী সঠিক খবর জানতে নিজেই নামলেন মাঠে।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুরাগীদের আশ্বস্ত করে শুভশ্রী জানান বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন । এরপর তিনি সকলকে অনুরোধ করেন কোন ভুয়ো খবরে কান না দিতে।
তিনি জানান, ‘ সম্প্রতি একটি ভুয়া খবর ছড়িয়ে যে পড়ে আমি হাসপাতালে রয়েছি। তবে এটি সম্পূর্ণ ভুয়ো। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি, একদম সুস্থ আছি। আশা করছি আর কিছুদিনের মধ্যেই এই ভাইরাসের থেকে মুক্তি পাব। দয়া করে গুজবে কান দেবেন না। আমরা সকলে নিরাপদে আছি। দয়া করে সাবধানে থাকুন’।
বাংলা ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ থাবা বসিয়েছে। ইতিমধ্যে অভিনেতা জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী আক্রান্ত হয়েছেন, তবে স্বস্তির খবর শুভশ্রী আক্রান্ত হলেও করোনার হাত থেকে রক্ষা পেয়েছে রাজ শুভশ্রী ছোট্ট ফুটফুটে পুত্র ইউভান, আপাতত ঠাম্মা এবং কেয়ারটেকারের কাছেই রয়েছে সে।