বিনোদন

কনকনে ঠান্ডায় কাঁপছেন শিল্পা, পাশে কিং খান থেকেও সাহায্য করেননি, ফাঁস হল সত্যিটা

তিনি তখন ইগতপুরিতে। সেখানের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Advertisement
Advertisement

আজ থেকে ২৭ বছর আগে সিনেমা হলে মুক্তি পেয়েছিল বাজিগর। অর্থাৎ আজকের দিনে ২৭ বছর পূর্ণ করল বাজিগর। সেইসময় কিং খান তখনও এতটা জনপ্রিয় হননি। এমনকি বাকি দুই অভিনেত্রীও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাননি। প্রত্যেকেই স্ট্রাগেল করছেন। তবে এই তিন তরুণ অভিনেতা-অভিনেত্রীর কাজ নজর করেছিল বলিউডে।

শিল্পা শেঠি, শাহরুখ খান আর কাজল-র অভিনয় ভারতীয় দর্শকদের মন জিতে নিতে সময় নেয়নি। সুপারহিট হয়ে যায় বাজিগর। আর শিল্পা শেঠি এই সিনেমার মাধ্যমেই তাঁর অভিনয় জগতে হাতেখড়ি। তাই এই সিনেমা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২৭ বছর ধরে বলিউডে রয়েছেন শিল্পা শেঠি। তাই এই বিশেষ দিনে তাঁর সোশ্যাল  মিডিয়ায় এক সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন পুরনো নানা অভিজ্ঞতা।

এক সাক্ষাৎকারে তিনি বাজিগর সিনেমার নানা দৃশ্য ও জীবনের প্রথম গানের দৃশ্য শ্যুট করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এর সাথেই শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি তখন ইগতপুরিতে। সেখানের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাজিগর- এর পুরো ইউনিট সিনেমার রোম্যান্টিক ট্র্যাক ‘অ্যায় মেরে হামসফর’ গানের শ্যুটিং-এ ব্যস্ত আছেন।

আর ওই শীতের মধ্যে উপরে জ্যাকেট ভিতরে থার্মাল পরে আরামে রয়েছেন শাহরুখ, আর ঐদিকে একটি পাতলা শাড়িতে রীতিমতো কাঁপতে শুরু করেছেন শিল্পা। কিন্তু শ্যুটিংয়ের খাতিরে কিছু করার নেই। শাহরুখ খানও তাই কিছুই করতে পারেননি। এই ভিডিও শেয়ার করার পাশাপাশি বাজিগর-এর হাত ধরে তিনি যে দারুণ খ্যাতি পেয়েছিলেন, সে কথাও স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী।

তিনি এটাও বলেছেন, এই সিনেমার পর মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে যান। আর সেই ভিডিও শেয়ার করে তিনি লিউড পরিবারের প্রত্যেককে ও ফ্যানেদের শুভেচ্ছা জানিয়েছেন। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি যে সবার কাছে কৃতজ্ঞ, সে কথাও জানিয়েছেন শিল্পা শেঠি। ১৯৯৩ সালের এই ক্রাইম থ্রিলার পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান। শিল্পা শেঠীর কাছে এই সিনেমা খুব স্পেশ্যাল।

দেখুন অভিনেত্রীর সেই পোস্ট-

Related Articles