সেক্স ওয়ার্কআউট ছাড়া থাকতেই পারে না সালমান খান, বিয়ে না করেও কীভাবে চাহিদা মেটান ভাইজান

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান, সালমানের জীবনে বহুবার এসেছে প্রেম, তবে কোন প্রেমই বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি। ঐশ্বর্য, সঙ্গীতা বিজলানি ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া তাবড় তাবড় সুন্দরীদের সাথে নাম জড়িয়েছে সালমানের। তবে কেউই বরমালা পড়াতে পারেননি বলিউডের ভাইজানের গলায়।
অন্যদিকে বলিউডের অন্যতম গুড ফিজিকস বলতে যেই হিরোর নাম সবার আগে উঠে আসে তিনি হলেন সালমান, সালমানের বাড়ি গ্যালাক্সিতে রয়েছে অভিনেতার পার্সোনাল জিম, আর সেখানেই দিনের অর্ধেক সময় কাটান সালমান। তার জীবনের মূলমন্ত্র হলো নিজেকে ফিট রাখা, আর সেই কারণেই তো পঞ্চাশের উর্ধে গিয়েও এখনো পর্যন্ত বলিউডের দাবাং তিনি।
একবার করণ জোহরের শো কফি উইথ করণ-এর মঞ্চে উপস্থিত ছিলেন সালমান এবং তার ভাই আরবাজ, সেখানেই করণ প্রশ্ন করেছিলেন, ‘কে সেক্স এবং ওয়ার্কআউট ছাড়া একমাস থাকতে পারবে না। প্রশ্ন শেষ হওয়ার আগেই আরবাজ সটাং উত্তরে বলেন, ‘সালমান’। আরবাজের উত্তর শুনে সালমান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেন। এরপর করণ দ্বিতীয় প্রশ্ন করেন, সালমানের বিয়ে নিয়ে, করণ বলেন, এবার কি সালমানের বিয়ে করে নেওয়া উচিত? এই প্রশ্ন শুনে সালমান এবং আরবাজ দুই ভাই একসাথে ‘না’ বলে ওঠেন।
এই ভিডিওটি বেশ পুরনো হলেও নতুন করে আবার উঠে এসেছে চর্চায়, সালমানের জীবন নিয়ে তার অনুরাগীদের আগ্রহের শেষ নেই। অভিনেতা কার সাথে প্রেম করছেন কিংবা কবে বিয়ে করবেন, সালমানকে ঘিরে সমস্ত টপিকই হয়ে ওঠে হট টপিক, আর তাই সালমানের গোপন তথ্য ভরা এই ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হয়ে উঠেছে নেট জগতে।