Advertisements

চারিদিকে মরছে মানুষ, আর এঁরা করছে ফূর্তি! তীব্র কটাক্ষের শিকার বলিউডের লাভ বার্ড

Advertisements

আবারো নতুন করে জাকিয়ে বসেছে করোনার থাবা। বর্তমানে দেশের চতুর্দিকে করোনা আবহ, প্রতিদিনই বেড়ে চলেছে সংক্রমনের হার তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সাধারণ মানুষ জীবিকা বিপন্ন হয়ে আছে, আর তারই মাঝে কিছু সেলিব্রেটি ভ্যাকেশন কাটাতে উড়ে যাচ্ছেন বিদেশে। যার ফলে স্বাভাবিক ভাবেই একপ্রকার মানুষের রাগ উপচে পড়ছে তাদের উপর, তেমনই এক ঘটনা দেখা গেলো আলিয়া এবং রণবীরের সাথে।

সম্প্রতি করোনা আবহের মধ্যেই রণবীর এবং আলিয়া ছুটি কাটাতে উড়ে গেলান মালদ্বীপের উদ্দেশ্যে। আর যার ফলে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জুটি। বি-টাউনের অন্যতম রোমান্টিক কাপল রণবীর এবং আলিয়া সম্প্রতি একসাথে এয়ারপোর্টে দেখা গিয়েছে এই জুটিকে। তবে পাপারাতজিদের ক্যামেরার নজর এড়াতে পারেননি তারা। সাদা পালাজো প্যান্ট হলুদ ক্রপ টপ এবং সঙ্গে মানানসই সাদা জ্যাকেট পড়েছিলেন আলিয়া, রণবীরের পরনে ছিলো সাদা শার্ট এবং ব্লু ডেনিম।

আলিয়া এবং রণবীরের হলিডে টুর খবর সামনে আসতেই আমজনতা আক্রোশের মুখে পড়েছেন এই জুটি। অনেকেই বলছেন, একদিকে মানুষ মরছে আর অন্যদিকে এদের ফুর্তি দেখা দিয়েছে। এই প্যান্ডামিকের সময় বি টাউন তারকাদের এই নির্লজ্জ হলিডে ট্যুর নিয়ে লেখিকা ও সমাজকর্মী শোভা দে লিখেছেন, আমরা অতিমারীতে ভয়ে আছি আর অন্যদিকে আনন্দে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ। আপনারা দয়া করে মালদ্বীপ বা গোয়া যাওয়া বন্ধ করুন। তবে এইসব মতব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি রণবীর-আলিয়া।

উল্লেখ্য, কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন রণবীর আর তারপরেই আলিয়ার আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। তবে এখন দুজনেই সুস্থ, করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরেই সোজা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন তারা।

Related Articles