যেখানে নায়ক আর খলনায়ক দু’জনেই থাকে, সেখানে অবশ্যই নায়িকা থাকে! ক্যাপশনে ‘সম্পর্ক’ কবুল করলেন নুসরত?

কি ইঙ্গিত দিচ্ছে এই ক্যাপশন? রাজনৈতিক জটিলতা নাকি ব্যক্তিগত সম্পর্কের নতুন মোড়!! পঞ্চম দফা নির্বাচনের আগেই কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। রাজনীতি নাকি সিনে প্রাঙ্গন নাকি ব্যক্তিগত জীবন কিসের বিতর্ককে উস্কে দিলেন তিনি!!
টলিপাড়ায় কান পাতলেই কানাঘুষো শোনা নুসরতের দাম্পত্য সম্পর্ক ভাঙার খবর। গত দুই মাস জুড়েই এই তারকা দম্পতির দাম্পত্য চিড় ধরার কাহিনী থেকেছে সংবাদ শিরোনামে। আবার এও শোনা যাচ্ছে নতুন এই অধ্যায়ে তৃতীয় ব্যক্তি হিসেবে এসেছেন যশ দাশগুপ্ত।
আর এবার তার ইনস্টাগ্রাম পোস্ট আর ক্যাপশন জল্পনা উসকে দিয়েছে আরো। একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন যেখানেই খলনায়ক থাকে সেখানে নায়কও থাকে আর যেখানে এরা দুজন থাকে সেখানে অবশ্যই নায়িকা থাকে।এছাড়াও তার স্টোরিতে জোড়া টুথব্রাশের একটি ছবিও দেখা গেছে। আর তারপর থেকেই বেড়েছে কৌতূহল। কেই বা তার জীবনের নায়ক আর কেই বা হয়ে উঠেছেন খলনায়ক!
যদি ব্যক্তিগত জীবনের কোনো সমীকরনের কথা উঠে আসে তাহলে যেভাবে দাম্পত্য সম্পর্ক তলানিতে ঠেকেছে তাতে খলনায়ক অবশ্যই নিখিল জৈন। কিন্তু নায়ক!! অনেকের মতেই সেটা যশ দাশগুপ্ত। কারন টেলিপাড়া বলছে অংশুমান প্রত্যুষের এসওএস কলকাতা ছবিতে অভিনয়ের সূত্রেই নাকি নায়ক-নায়িকার মধ্যে বিশেষ বন্ধুত্বের শুরু। নাকি কোনো আপকামিং সিনেমার গল্পের ঝলক এটা আর নতুবা কোনো বিরোধী দলের জন্য এই উক্তি…কোনো সম্ভবনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখন কেবল অপেক্ষার পালা।