বিনোদন

সঙ্গে নেই স্বামী, ঝলমলে শাড়ি শাখা সিঁদুর পরে যশের সঙ্গে মন্দিরে অভিনেত্রী নুসরত জাহান, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বর্তমানের সময়টা বিশেষ ভাল যাচ্ছেনা টলি সেলেবদের জন্য। একদিকে চিড় ধরেছে শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামীর সংসারে। অন্যদিকে নিখিল নুসরতের সম্পর্কেও ধরেছে চিড়। নিখিল নুসরতের সর্ম্পকে ভাঙ্গন ধরলেও অভিনেতা যশের সঙ্গে খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে তারকা সাংসদ নুসরত। যশের সঙ্গে নুসরতের প্রেমের সম্পর্কের গুঞ্জনের মাঝেই আরও কিছুটা গুঞ্জন বাড়িয়ে এবার নিখিল নয় যশের সঙ্গেই দক্ষিণেশ্বরে হাজির নুসরত।

বিয়ের দেড় বছরের মাথাতেই নুসরত-নিখিলের সুখী গৃহকোণে ভাঙন! সবকিছু একেবারেই ঠিক নেই দুজনের দাম্পত্য জীবনে। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন নিখিল-নুসরত।এমনকি নুসরতের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বন্ধুরা। তালিকায় নাম ছিল যশ দাশগুপ্তেও কিন্তু শুভেচ্ছা বার্তা কিন্তু আসেনি নিখিলের তরফে। অন্যদিকে নুসরত ও নিখিল পরস্পরকে নাম না করে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে তির্যক মন্তব্য করছেন। নাম না নিলেও নেটিজেনদের আন্দাজ তাঁরা পরস্পরের জন্যই এমন পোস্ট করছেন।

নুসরত-নিখিলের সম্পর্ক বর্তমানে ঠিক কি তা নিয়ে যখন সকলের মনে প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক সেইসময় যশের সঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে হাজির হলেন নুসরত। শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর,শাড়ি পরে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যশের সঙ্গে নুসরত। নেটিজেনদের অনেকের মনেই সন্দেহ উঁকি দিচ্ছে, তা হলে কী চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন যশ-নুসরত? যদিও সেখানে সঙ্গে লক্ষ্য করা গিয়েছে তৃণমূল নেতা মদন মিত্রকেও। ভাইরাল সেই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে মদন মিত্রর সঙ্গে হাত মেলাচ্ছেন নুসরত। কিন্তু সেখানে যশের ভূমিকা কি সেই বিষয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কতে এক বিলাসবহুল বিবাহ অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু এরই মাঝে সেই বিয়েতে ভাঙন। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা নাকি ভাল চোখে দেখছেন না নুসরতের স্বামী নিখিল। আর এর জেরেই তাঁদের সম্পর্ক এখন প্রশ্ন চিহ্নের মুখে। বলে রাখি, ২৯ ডিসেম্বর একসঙ্গে আজমের শরিফ দরগায় দেখা মিলেছে যশ-নুসরতের। এই জুটির ফ্যানপেজ থেকে তাঁদের আজমের দর্শনের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles