বিনোদন

বিশ্বকে বিদায় জানালেন এই মহান শিল্পী, শোকস্তব্ধ বিনোদন দুনিয়া

Advertisement
Advertisement

Chandra Mohan Died: প্রয়াত জনপ্রিয় অভিনেতা। শনিবার সকালে হায়দ্রাবাদের (Hyderabad) এক হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেলেগু অভিনেতা চন্দ্র মোহন (Chandra Mohan)। ৮০ বছর বয়সে বিশ্বকে বিদায় জানালেন তিনি। মৃত্যুকালীন সময়ে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই অভিনেতার শেষকৃত্য আগামী সোমবার সম্পন্ন করা হবে।

Chandra Mohan Died

চন্দ্র মোহনের পরিবার (Family of Chandra Mohan)

মৃত্যকালীন সময়ে তাঁর বয়স ছিল ৮০ বছর। স্ত্রী জলনধারা (Jalandhara) ও দুই কন্যাকে পিছনে ফেলে রেখে ইহলোক ত্যাগ করেন চন্দ্র মোহন। এই বিষয়ে স্ত্রী জলনধারা বলেন, “তিনি বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং তিনি হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) শনিবারে সকাল ৯:৪৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন”। সোমবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলেন জানান স্ত্রী জলনধারা।

প্রয়াত অভিনেতা চন্দ্র মোহন (Actor Chandra Mohan died)

সিনেমা জগতে তিনি অভিনেতা চন্দ্র মোহন নামে পরিচিতি লাভ করলেও তাঁর প্রকৃত নাম মল্লমপল্লী চন্দ্রশেখর রাও (Mallampalli Chandrasekhara Rao)। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত অভিজ্ঞ পরিচালক কে বিশ্বনাথের (K Viswanath) খুড়তুতো ভাই এবং প্রয়াত গায়ক এসপি বালাশুভ্রমনিয়ামের (SP Balasubrahmanyam) ঘনিষ্ঠ ছিলেন।

Chandra Mohan Died

চন্দ্র মোহনের কর্মজীবন (Worklife of Chandra Mohan)

প্রয়াত অভিনেতা চন্দ্র মোহন অন্ধপ্রদেশের কৃষ্ণা জেলার পামিদিমুক্কালা গ্রামে ১৯৪৩ সালের ২৩ মে তারিখে জন্মগ্রহণ করেন। তিনি তেলেগু সিনেমা জগতে প্রবেশ করেন ১৯৬৬ সালে ‘রাঙ্গুলা রত্নম’ (Rangula Ratnam) সিনেমার হাত ধরে। এই সিনেমার দৌলতে শ্রেষ্ঠ অভিনেতার পরিচয়ে রাজ্য সরকারের ‘নন্দী পুরস্কার’ (Nandi Award) পান। অভিনয় জীবনে দুটি ফিল্ম ফেয়ার পুরস্কার (Film Fare Award) সহ একাধিক পুরস্কার দখল করেছেন নিজের নামে। চন্দ্র মোহন নিজের অভিনয় জীবনে মোট ৯৩২ টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ১৫০ সিনেমায় তিনি মুখ্য অভিনেতা ছিলেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles