বিনোদন

কোটি কোটি মানুষের সামনে এক মহিলার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন, কারণটা কী?

Advertisement
Advertisement

সম্প্রতি ফের বিতর্কে জড়ালেন বিগ বি অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় থাকেন তিনি। টুইটার হোক বা ফেসবুক প্রতিনিয়তই তাকে কিছু না কিছু পোস্ট করতে দেখা যায়। তেমনই একটি পোস্টে পোস্ট এর জেরে বিতর্কে জড়ালেন তিনি। দিন কতক আগে নিজের টুইটারে একটি ছবির সাথে একটি কবিতা পোস্ট করেন তিনি। ছবিটিতে তাঁকে গায়ে শাল জড়িয়ে হাতে চায়ের কাপ নিয়ে দেখা যায় এবং তার সাথে ক্যাপশন হিসেবে একটি কবিতা ছিল যা নিয়েই উঠেছে বিতর্ক।

ছবিটির সাথে পোস্ট করা কবিতাটি আদতে টিশা আগারওয়াল নামে একজন মহিলার। তিনি পোস্টটি দেখে বিগবির টুইটারে রিটুইট করে লেখেন, “আমি আপনার ভীষণ বড় ভক্ত, কিন্তু আমি তার সাথে আরও খুশি হতাম যদি আপনি কবিতাটিতে আমার নাম উল্লেখ করতেন, কারণ কবিতাটি আমারই লেখা।” অমিতাভ বচ্চন তৎক্ষণাৎ উত্তর দিয়েছেন। তিনি জানান, “টিশা দেবী, আমি যদি জানতাম কবিতাটি আপনার লেখা, তবে আমি অবশ্যই পোস্ট করার সময় নাম উল্লেখ করতাম। হোয়াটস্‌অ্যাপ বা টুইটারে কারো একটি শেয়ার করা পোস্টেই কবিতাটি পেয়েছিলাম। ভালো লাগায় এখানে পোস্ট করি। তবে এখন আমি ক্ষমা প্রার্থনা করছি এবং অবশ্যই কবিতাটিতে আপনার নাম উল্লেখ করছি। ”

পরে টিশাদেবী আবারো উত্তর দিয়ে জানান, “আপনার পোস্টে আমার নামের উল্লেখ থাকা আমার কাছে নিতান্তই গর্বের বিষয় এবং শুধু তাই নয় এটা আপনার স্নেহ এবং উদার মানসিকতার পরিচয়, যে আপনি লেখাটিতে আমার নাম উল্লেখ করেছেন।“

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও কবিতা বিতর্কে জড়িয়েছেন বচ্চন। দিন কতক আগে ‘আকেলেপন কা বল পহচান’ একটি কবিতা পোস্ট করে তিনি সেটিকে তার বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা বলে উল্লেখ করেন, কিন্তু সেটি আদতে প্রসূন জোশী নামে অন্য কবির লেখা কবিতা ছিল। তবে তা নিয়েও নিঃশর্ত ক্ষমা চেয়ে ছিলেন বিগ বি। বলাই বাহুল্য অমিতাভজীর এই উদার মানসিকতা হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের।

Related Articles