Advertisements

বিরাটকে এক ঝটকায় শূন্যে তুলে দিলেন অনুষ্কা শর্মা, অভিনেত্রী স্ত্রীর কান্ডে হতবাক Virat Kohli

Advertisements

বলিউডের পাওয়ার কাপল বলতে যাদের নাম প্রথম সারিতে আসে, তারা হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরুস্কার প্রেম কাহিনী কোনো সিনেমার থেকে কম নয়, তাদের বিয়ের পর কেটে গেছে ৪ বছর বেশি সময়, ইতিমধ্যে ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন বিরাট অনুষ্কা, কিন্তু এখনো তাদের মধ্যে ভালোবাসা প্রথম দিনের মতোই। মাঝে মধ্যেই বিরুস্কার ভালোবাসার বিভিন্ন মুহূর্ত ভাইরাল হয় নেট জগতে।

অনুষ্কা একজন অভিনেত্রী আর সেখানে বিরাটের দুনিয়া বাইশ গজে, তবে এত ব্যস্ত সিডিউলের মধ্যেও একে ওপরের জন্য সময় বার করে নেন এই লাভ বার্ড, একটি বিজ্ঞাপনে দুজনের আলাপ, ব্যাস তারপর থেকেই ডেট করা শুরু, প্রায় চার বছর একে অপরকে ডেট করার পর অবশেষে চার হাত এক হয়। বিরাট অনুষ্কার মতোই তাদের বিয়ের আসরেও ছিলো আভিজাত্যের ছোঁয়া, ঠিক যেন এক ফেয়রি টেল, তাদের বিয়ের ভিডিও এখনো মাঝে মধ্যে ঘুরতে থাকে নেট দুনিয়ায়।

তবে আজ কথা বলছি এক অন্য ভিডিও নিয়ে, যা সম্প্রতি অনুষ্কা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে এক ঝটকায় বিরাট কে শূন্যে তুলে ফেললেন অনুষ্কা, প্রথমটায় বিশ্বাস করে উঠতে পারলেন না বিরাট তাই অনুষ্কাকে আবার তুলতে বললেন, অনুষ্কাও ব্যাপারটাতে বেশ মজা পেয়ে গেছেন তিনিও স্বামীকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যেনো বিরাট নিজে থেকে ওঠার না চেষ্টা করেন, বিরাটও কথা দিলেন, আর তারপর আবারো বিরাটকে শূন্যে তুলে ধরলেন অনুষ্কা। এই মিষ্টি ভিডিওটি অনুষ্কা নিজেই পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘এটা সত্যিই আমি করতে পারলাম’! বোঝাই যাচ্ছে অনুষ্কা নিজেও বেশ বিস্মিত নিজের কাণ্ডে।

জানা গেছে এই ভিডিওটি একটি শুট্যের ফাঁকেই স্বামী স্ত্রীর খুনসুটির কিছু মুহূর্ত। যা এই মুহুর্তে নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। তবে অনেকেই মজা করে বলছেন যাকে ডাকসাইডের বোলার রা তুলতে পারলে না তাকে তার স্ত্রী তুলে দিলো।

Related Articles