Advertisements

করোনায় কাবু বলিউড খিলাড়ি Akshay Kumar

Advertisements

করোনা আক্রান্ত হলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। রবিবার সকালে অভিনেতা নিজেই জানালেন তিনি করোনা পজিটিভ।

টুইট করে অক্ষয় লিখেন, আজ সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা, প্রয়োজনীয় মেডিকেল পরামর্শের অধীনে রয়েছেন। গত কয়েকদিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে করোনা পরীক্ষার জন্য অনুরোধ জানান অভিনেতা। পাশাপাশি অক্ষয় জানান তিনি আশাবাদী খুব শীগ্রই আবার তিনি কাজে ফিরবেন।

গত ৩০ শে মার্চ থেকে রামসেতু সিনেমার শুটিং শুরু হয়েছে এবং তা নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেতা তারই মাঝে করোনা পরীক্ষা করান অক্ষয় আর তাতেই রিপোর্ট পজিটিভ আসে। বলিউডের অন্যতম ফিট হিরো অক্ষয় আর তাকেই শেষ পর্যন্ত কাবু করল করোনা। রাম সেতুতে অক্ষয়ের সাথে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরাত ভারুচা।

করোনার প্রকোপ বাড়ার পর থেকেই মুম্বাই মহানগরীকে ধীরে ধীরে গ্রাস করছে করোনার দ্বিতীয় ঢেউ । ইতিমধ্যে করণা আক্রান্ত হয়েছেন পরেশ রাওয়াল আমির খান রানবির কাপুর আলিয়া ভাট এর মতো বড় অভিনেতারা আর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের খিলাড়ি অক্ষয়।

Related Articles