Advertisements

ভিডিও- প্রকাশ্য মঞ্চে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করলেন Aishwarya, রাই সুন্দরীর এমন কর্ম কান্ডে আপ্লুত জয়া বচ্চন

Advertisements

তার নীল চোখে মুগ্ধ গোটা বিশ্ব। আগাগোড়াই লাইটের মধ্যে থেকে এসেছেন বলিউড অভিনেত্রী তথা বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব গ্রহণ করে বলিউডে পা রাখেন স্বপ্নসুন্দরী ঐশ্বর্য। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীর শরীর দিয়ে এখনো যেন গ্ল্যামার চুইয়ে পড়ছে।

ঐশ্বর্য জীবনও কোন সিনেমার গল্পের থেকে কম নয়, পড়াশোনা করার পাশাপাশি মডেলিং ক রেছেন অভিনেত্রী, সেখান থেকেই সৌন্দর্যের প্রতিযোগিতাতে পাড়ি দেওয়া। নিজের শিরে বিশ্বসুন্দরীর মুকুট পড়ার পর মনিরত্নমের তামিল ইরুভার ছবিতে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন, তবে প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল ছবির জিন্স এ অভিনয় করে।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও একসময় চলেছিল বেশ চর্চা। ঐশ্বর্য এবং সালমান খানের প্রেম ছিল একসময় বলিউডের অন্যতম গসিপের টপিক। ২০০৭ সালে বলিউডের সবথেকে খ্যাতিসম্পন্ন পরিবার বচ্চন পরিবারের একমাত্র ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেছেন অভিনেত্রী। ইতিমধ্যে দেখতে দেখতে তাদের বিয়ের কেটে গিয়েছে ১৪ বছর । ঐশ্বর্য এবং অভিষেকের মেয়ে আরাধ্যা ও দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। স্বামীর সন্তান শ্বশুর-শাশুড়ির নিয়ে ভরা সংসার ঐশ্বর্যর।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট জগতে ভিডিওটি কোন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের, যেখানে মঞ্চে উপস্থিত ঐশ্বর্য এবং তার শ্বশুর অমিতাভ। অমিতাভের হাত থেকে পুরস্কার নিলেন অভিনেত্রী, তবে পুরস্কার নেওয়ার পর তিনি যেটি করলেন তাতে বোঝা গেল অন্তর থেকে তিনি আর পাঁচটা ভারতীয় সংস্কৃতিপূর্ন নারীর মতোই। শশুরের হাত থেকে পুরস্কার পাওয়ার পরে তার দুই পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন বৌমা ঐশ্বর্য। যা দেখে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত সকলেই হাততালি দিতে থাকলো।

তবে সবথেকে বেশি খুশি হলেন দর্শকের আসনে বসে থাকা শাশুড়ি জয়া। এই ভাইরাল ভিডিওটি দেখেই স্পষ্ট বোঝা গেল যতই হাইফাই পরিবার কিংবা নামের পেছনে বড় স্টারডম থাকুক না কেন নিজেদের সংস্কৃতিকে অক্ষুন্ন ভাবে ধরে রেখেছেন বচ্চন পরিবার এবং তাদের বৌমা ঐশ্বর্য।

Related Articles