বিনোদন

ভালোবাসার সম্পর্কে ভাঙন! প্রিয়জনকে হারিয়ে শোকাহত অভিনেত্রী তাপসী পান্নু

Advertisement
Advertisement

2020 যেন আমাদের কাছে দুঃস্বপ্নের মত করোনা ভাইরাসের প্রভাবে আত্মীয়-স্বজন থেকে দূরে থাকতে হচ্ছে। আবার এই বছরেই আকাশের শুকতারার মত মানুষগুলো ছন্দপতন ঘটছে পৃথিবী থেকে। কিছু দিন আগেই আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ইরফান খান, ৠষি কাপুর। এছাড়াও লকডাউন এর মাঝে বরুণ ধাওয়ানের পরিবারে এসেছিল দুঃসংবাদ।

এইবার করোনা আবহে শোকের ছায়া ঘিরে ধরলো তাপসী পান্নুর পরিবারে। সঙ্কটকালে হারালেন প্রিয়জনকে মারা গেলে তার আদরের বিজি অর্থাৎ ঠাকুরমা। শনিবার ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করে লেখেন- “ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি তোমার মৃত্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হলো তা কোনদিনও পূরণ হবার নয়। বিজি ভালোবাসি তোমাকে।”
তাপসি পাঞ্জাবি, তাই পাঞ্জাবি রীতিতে ঠাকুমার পরলৌকিক কাজকর্মের ছবি শেয়ার করেছেন। তবে কিভাবে মারা গেলেন আর কবেই মারা গেলেন তা পোষ্ট থেকে জানা যায়নি, তার আদরের বিজির কাজকর্মের কয়েকটি ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন কেবল।

তবে সূত্রে জানা গেছে যে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এর আগে নানা রকম সাক্ষাৎকারে বারবার সামনে উঠে এসেছে বিজি সাথে তার মধুর সম্পর্কের কথা তাঁর প্রয়াণে মর্মাহত হয়েছেন অভিনেত্রী। মৃত্যুকে আটকানোর ক্ষমতা আমাদের কারো নেই, আমাদের পরিজনদের যেতে দিতেই হয় কিন্তু কষ্ট এটাই যে এই মুহূর্তে তাপসী বোনের সাথে মুম্বাই থাকায় শেষবারের মতো দেখা পর্যন্ত হয়নি ঠাকুমার সঙ্গে। তাপসী প্রিয়জন হারানোর কথা সামনে আসতেই শোকবার্তা জানিয়েছেন অভিনেতারা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles