Advertisements

মহানায়ক উত্তম কুমারের নাতবউয়ের নাচে ফিদা সাইবারবাসী, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

টালিগঞ্জের অন্যতম চর্চিত প্রেমিক জুটি ছিলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলিনা কুমার। এছাড়াও দুজনেই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর জন্য হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। একজন মহানায়ক উত্তম কুমারের নাতি অপরজন তৃনমূল নেতা দেবাশিস কুমারের কন্যা। তবে দেবলীনাকে প্রায়শই শিরোনামে দেখা যায় তার স্পষ্টবক্তা স্বভাবের জন্য।

গত বছর ডিসেম্বরে আড়াই বছরের প্রেম পর্ব সেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আর কেবল উত্তমকুমারের নাতবৌ হিসেবে পরিচিত নন তিনি মাত্র কয়েক বছরের মধ্যে টলিউডে নিজের জায়গাও পাকাপোক্ত করে নিয়েছেন দেবলীনা। প্রাক্তন হামি গোত্র ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এছাড়াও তার ফিটনেস গোলসও নজর কাড়ে সবার। আর এই কারনেই বর্তমানে প্রচুর মানুষ তাকে ফলো করেন।

সম্প্রতি এবার তার এটটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা গেল সমুদ্র সৈকতে ভ্যাকেশন মুডে। ব্যস্ত সিডিউল থেকে কিছু দিনের বিরতি পেতেই নিমেষেই ছুটি কাটাতে হাজির হয়েছেন দেবলীনা। সেখানেই হট প্যান্ট ও কালো ক্রপটপে সমুদ্রসৈকতে নাচতে দেখা গেল তাকে। আয় উড়ি উড়ি উড়ি গানের সাথে লাস্যময়ী দেবলীনা ও তার আবেদনময়ী ভঙ্গিমার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।

মাঝে মাঝেই তার ছবিও ভিডিওর জন্য তাকে বিতর্কে পড়তে হয় কিন্তু এইসব পাত্তা না দিয়ে সব সময় চুটিয়ে উপভোগ করেন নিজের সময়টুকু। ট্রোলারদের পাত্তা না দিয়ে বিন্দাস হয়ে ভিডিও আপলোড করেই চলেছেন। আর এই ভিডিওতেও তার সেই ছুটির আমেজে মত্ত রূপটি ধরা পরলো।

Related Articles