বিনোদন

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! রইল তার প্রাপ্ত নম্বর

Advertisement
Advertisement

মৌমিতা সাহা: Zee Bangla-এর বর্তমানের চলিত সিরিয়াল ‘রাণী রাসমণি’। যা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এই সিরিয়ালটির মূল চরিত্রে অর্থাৎ রানী রাসমনির চরিত্রে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী দ্বীতিপ্রিয়া রায়। মূলত এই সিরিয়ালটি করার পর থেকেই তিনি সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন।

এই অভিনেত্রী দিতিপ্রিয়া রায় একজন উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তাই যথারীতি সকলের মত তারও গতকাল ফল প্রকাশিত হয়েছে। তার পড়াশোনা নিয়ে অর্থাৎ অভিনয় এবং পড়াশোনা দুই দিক সে কিভাবে এবং কতটা সামলে উঠতে পারছেন সেই নিয়ে তাকে অনেক বারই বিভিন্ন জায়গায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

আর এইবার সব প্রশ্নের তিনি এক মোক্ষম জবাব দিয়েছেন তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলে। মোট 82 শতাংশ নম্বর পেয়েছে। শুধু তাই নয় ইংরেজি, এডুকেশন, এবং মিউজিকের মতন বিষয়ে তিনি লেটার পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। দ্বীতিপ্রিয়ার এমন রেজাল্ট সত্যিই প্রশংসনীয়। অভিনয়ের পাশাপাশি এমন দুর্দান্ত রেজাল্ট করে তিনি তার অনুগামীদের মন আরোও জয় করে নিয়েছেন প্রত্যেকে তার রেজাল্ট অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে অনেক ভালোবাসা দিচ্ছেন।

বয়সে সবচেয়ে ছোট হয়েও সিরিয়ালে সবচেয়ে বড় হবার এক গুরুত্বপূর্ণ এবং ভারী রকমের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়। এবং এই চরিত্রটি তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং দর্শকদের মনে এক বিশাল জায়গা করে নিয়েছেন। ধারাবাহিকের অন্যান্য সদস্যদের মাধ্যমে জানা যায় যে, তিনি শুটিংয়ের মাঝে মাঝে মেকআপ রুমে বসে পড়াশোনা করতেন, এবং তার পরীক্ষার সিট পড়েছিল বালিগঞ্জের বি এস এস স্কুলে আর সেখান থেকে পরীক্ষা দিয়েই তিনি ছুটে চলে আসতেন রাসমনির ধারাবাহিকের সেটে। কারণ তিনি মুখ্য চরিত্রে ছিলেন তার দায়িত্ব সবচেয়ে বেশি।

অভিনয়ে তিনি না উপস্থিত হতে পারলে সেই ধারাবাহিক সেদিনকার মতন সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। আর এইরকম এক দায়িত্বপূর্ণ অভিনয়ের পাশাপাশি তার পড়াশুনা এই দুটোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে তিনি এগিয়ে চলেছেন সফলতার দিকে। আমরা সকলেই তার আরোও সাফল্যতা কামনা করি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles