অফবিটভাইরাল ভিডিও

সম্পূর্ণ খালি পায়ে প্রায় ২ ঘন্টা বরফের উপরে দৌড়ালেন এই ব‍্যক্তি, তারপর যা হল, দেখুন ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

দেশজুড়ে শৈত্যপ্রবাহ বাড়ছে। কলকাতার মধ্যম মানের ঠান্ডাতেই মানুষ কাবু হচ্ছেন। কিন্তু ধরুন, যদি কলকাতায় বরফ পড়ে এবং আপনাকে বলা হয় সেই বরফের উপর দিয়ে সামান্য পথ হাঁটতে? কথাটা কেমন ভয়ানক না? কিন্তু, ঠিক এমনই একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন জোনাস ফেলডে শেভালদ্রুভ। তিনি নরওয়ের একজন রানার। তবে শুধু বরফের উপর দিয়ে হেঁটেই যাননি তিনি, প্রায় পাক্কা ১ ঘণ্টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড খালি পায়ে বরফের উপর দিয়ে দৌড়ে অবাক করেছেন বিশ্বকে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। যেখানে বরফের উপর দিয়ে কেবল খালি পায়ে হেঁটে চলা দুঃসাধ্য, সেখানে তাঁর এই প্রচেষ্টায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাঁর এই প্রয়াস বিশ্ব জুড়ে সকল রানারদের মনের মধ্যে অসাধারণ ইতিবাচক প্রভাব তৈরি করেছে।

শেভালদ্রুডের এই প্রয়াসকে রেকর্ড করে ইউটিউবে দেওয়া হয়েছে। কিন্তু সেখান থেকে বর্তমানে এই ভিডিও অন্যান্য প্রচুর সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে। প্রায় ৮ হাজার মানুষ শেভালদ্রুডের এই চেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, শেভালদ্রুড বলেছেন, ক্রিস্টোফার ম্যাকডুগালের লেখা বই, ”বর্ন টু রান” বইটি তাঁকে খালি পায়ে দৌড়াতে অনুপ্রাণিত করেছে। প্রথম দিকের প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়েছিলেন এবং বরফে আঘাত পেয়ে পায়ের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়েছিল। কিন্তু হার না মেনে এই প্রচেষ্টা তাঁকে অবাক করে দিয়েছে যে বরফ এবং তুষারের উপরে খালি পায়ে এতটাও কঠিন ছিল না, যেমনটি তিনি ভেবেছিলেন।

শেভালদ্রুড বলেছেন, তিনি ২০০৭ সালে ডাচ অ্যাথলিট উইম হাফের বিশ্বরেকর্ডটি ভাঙার প্রচেষ্টা করেন। ওই বছর মাত্র ২ ঘন্টা, ১৬ মিনিট ৩৪ সেকেন্ডে বরফ এবং তুষারের উপর দিয়ে হাফ ম্যারাথন দৌড়েছিলেন তিনি। যা গিনেস বুকে রেকর্ড হয়ে থেকেছে। তবে, এই প্রচেষ্টা গিনেসে রেকর্ড গড়তে পারল কিনা, সেই বিষয় এখনও কোনও সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি।

Related Articles