অফবিট

ধনতেরাসের দিন ভুলেও এই জিনিসগুলি কিনবেন না, সংসারে নেমে আসবে চরম দুঃখ দুর্দশা

তবে এর মধ্যেও বেশ কয়েকটি জিনিস না কেনবার পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষশাস্ত্রবিদরা।

Advertisement
Advertisement

চারিদিকে দিওয়ালির রোশনাই ছড়িয়ে পড়েছে। আলোতে ভরে উঠেছে শহর থেকে শহরতলি। আর এই দিওয়ালির আগের দিন ধনতেরাস। এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবার অর্থাৎ আগামীকাল পড়েছে। এই দিনে বেশ কিছু জিনিসপত্র কিনতে দেখা যায় মানুষজনকে। তবে এর মধ্যেও বেশ কয়েকটি জিনিস না কেনবার পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষশাস্ত্রবিদরা। এগুলি শুভ না হয়ে ঘরে অশুভ লক্ষণ ডেকে নিয়ে আসে ,

কোন কোন জিনিষগুলি অশুভ, জেনে নিন-

১) ধনতেরাসের দিন কখনই লোহার কোনও বাসন কিনবেন না, এটিকে অশুভ বলে মনে করা হয়।

২) এদিন অনেকেই বাসনপত্র কিনতে দেখা যায়। তবে মনে রাখবেন, এদিন অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনও বাসন বাড়িতে আনবেন না। কারণ এরমধ্যেও লোহা থাকে।

৩) অনেকেই দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য এই সময়ে নতুন আয়না কিনে থাকেন। কিন্তু এই নতুন আয়না বা কাঁচ থেকে বিপদ আসতে পারে। তাই ঐদিন না কিনে আগে কিনে রাখুন।

৪) এছাড়া বিভিন্ন জ্যোতিষবিদরা বলেছেন যে এদিন কোনও মতেই কালো রঙের কোনও জিনিস কিনবেন না।

৫) এই দিন অনেকেই গাড়ি কিনে থাকেন। কিন্তু একে অশুভ মনে করা হয়।

৬) ধনতেরাসের দিন তেল না কেনবার পরামর্শ দিচ্ছেন জোতিষবিদরা। এতে অশুভ হতে পারে।

৭) ছুরি বা কাঁচি জাতীয় কিছু এদিন কিনলে আপনার অশুভ লক্ষণ দেখা দিতে পারে। এতে সমস্যা বাড়তে পারে বলে মনে করা হয়।

৮) আর সর্বোপরি এদিন অনেকেই অন্যকে দেবার জন্য উপহার কিনে থাকেন। তবে শাস্ত্রমতে ধনতেরাসে অন্য কারোর জন্য উপহার কিনতে নিষেধ করা হয়।

Related Articles